বিনোদন ডেস্ক

  ১৮ মে, ২০১৭

বাহুবলি-টুর ‘অ্যাডাল্ট’ তকমা!

বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টুর রমরমা ব্যবসা নিয়ে এখন আর কোনো প্রশ্ন নেই। রেকর্ডের পর রেকর্ড ভাঙছে শুধু। ইতোমধ্যে ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পনেরশ’ কোটি রুপি আয় করেছে ছবিটি। তবে এতদিন ছবিটির কোনো দৃশ্য নিয়ে কেউ আপত্তি না তুললেও সম্প্রতি সিঙ্গাপুর সেন্সরবোর্ড ছবিটিকে ‘এ’ অর্থাৎ ‘অ্যাডাল্ট’ সার্টিফিকেট দিয়েছে। সিঙ্গাপুর সেন্সর বোর্ডের মতে, ছবিটিতে উগ্র দৃশ্য রয়েছে, তা ১৬ বছরের কম বয়সী দর্শকদের দেখা ঠিক নয়। এ জন্য তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ভারতে বাহুবলি-টু ছবির কোনো কর্তন ছাড়াই ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়া হয়। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন চেয়ারম্যান পেহলাজ নিহালানি বলেন, ভারতে বাহুবলি-টু ছবিটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দিয়ে ছাড়পত্র দেওয়া হয়। কোনো দৃশ্য বাদ দেওয়া হয়নি। কিন্তু সিঙ্গাপুরে ছবিটিকে উগ্র বলা হয়েছে। তাদের কাছে কাঁধ থেকে মাথা কেটে ফেলার দৃশ্যটি ভয়ঙ্কর মনে হয়েছে। তিনি আরো বলেন, দুই দেশের সংস্কৃতির পার্থক্যের কারণে সিঙ্গাপুর সেন্সর বোর্ড হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। এদেশে যেমন বাচ্চাদের রাক্ষসের গল্প বলা হয়। যেখানে শির-েদের প্রসঙ্গ থাকে। তারা এ ধরনের বিষয়গুলোতে অভ্যস্ত। কিন্তু সিঙ্গাপুরের বাচ্চাদের ক্ষেত্রে হয়তো তেমনটা নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist