বিনোদন প্রতিবেদক

  ২৯ মার্চ, ২০১৭

শিল্পকলায় চলচ্চিত্র উৎসব

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজিত ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক একটি চলচ্চিত্র উৎসব। উৎসবে মার্চ মাসের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে আজ। প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টায় ও সন্ধ্যা ৭টায়। এ ছাড়া বিকেল সাড়ে ৫টায় ষষ্ঠবারের মতো আয়োজিত হবে ‘সিনেমা ফাইভ আলাপ’। এবারের আলাপের বিষয় ‘চলচ্চিত্র নির্মাতার লড়াই : ব্যক্তিক ও শৈল্পিক টানাপড়েন’। অতিথি বক্তা থাকবেন চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী।

উৎসবে ফেব্রুয়ারি মাসে জমা হওয়া চলচ্চিত্রগুলো থেকে সম্মানিত জুরি সদস্যদের বিবেচনায় নির্বাচিত চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনি ও একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। নির্বাচিত পাঁচটি চলচ্চিত্রের মধ্যে চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist