বিনোদন ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির মহরত অনুষ্ঠিত

নতুন বছরের শুরুতে অভিনেতা ও প্রযোজক নাদির খান ‘দুলাভাই জিন্দাবাদ’ নামে নতুন ছবি প্রযোজনার কথা ঘোষণা দেন। ছবিটি পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর। গতকাল দুপুর ১টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে ছবির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় ডিপজল, মৌসুমী, বিদ্যা সিনহা মিম, বাপ্পি, অমিত হাসান, দিলারা, অরুণা বিশ্বাস, সুব্রত, কথাসহ অনেকে উপস্থিত হন। এ সময় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, অভিনেতা ওমর সানিসহ অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি সাদেক খান বলেন, আমি সিনেমার মানুষ নই। তবে আমার ভাই নাদির ছোটবেলা থেকেই সিনেমাপ্রিয় মানুষ। তার জন্যই এখানে আজ আমি উপস্থিত হলাম। আর সিনেমা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যম। এজন্য এ মাধ্যমকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। প্রযোজক নাদির খান বলেন, এ ছবিতে লাভ করলে আমি অর্ধেক টাকা পদ্মা সেতুতে এবং বাকি টাকা দুস্থ শিল্পী-কলাকুশলীদের মধ্যে ভাগ করে দেব।

চিত্রনায়িকা মৌসুমী বলেন, এর আগেও দুইবার নাদের ভাই ছবির গল্প শুনিয়েছেন এবং একবার সাইনিং মানিও দিয়েছিলেন। নানা কারণে তা করা হয়ে ওঠেনি। তবে এবারের কাজটি করছি। ছবির গল্পটিও অনেক সুন্দর। আশা করি, ছবিটি জনপ্রিয় হবে। ওমর সানি বলেন, আমি ‘কুলি’ ছবি করেছিলাম আকবর ভাইয়ের। ছবিটি সে সময় সুপারহিট হয়েছিল। আশা করি, ‘কুলি’ ছবির চেয়েও ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি সুপারহিট হবে। অমিত হাসান বলেন, এ ছবিতেও আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করছি। এ ধরনের চরিত্রে নতুনত্ব আছে। এ ছবিতেও দর্শক তেমনই এক নতুনত্ব খুঁজে পাবেন। ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির চিত্রায়ণ ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ ছবির কাহিনি লিখেছেন নাদির খান। আর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। ইস্তফা রহমানের চিত্রগ্রহণে এ ছবির গান রচনা করেছেন কবির বকুল ও ফয়সাল রাব্বিকীন। কণ্ঠ দিয়েছেন মনির খান, সামিনা চৌধুরী, দিনাত জাহান মুন্নি, ইমরান, আরেফিন রুমি ও বেলাল খান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist