বিনোদন প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০১৭

আজ আসছে তুখোড়

আজ দেশের ৬০টি পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নবীন পরিচালক মিজানুর রহমান লাবুর তুখোড়। পজেটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন এহতেশামুল হক সানজিব। ক্রাইম থ্রিলার, ড্রাগস ড্রিলিং ও প্রেম-সংঘাতের এই সিনেমার মাধ্যমে নতুন নায়ক-নায়িকার দেখা পাবে ঢাকার দর্শক। কলকাতার রাতাশ্রী ও ঢাকার শিবলী নোমান প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া আছেন আলীরাজ, বাপ্পারাজ, শিমুল খান, রহমতউল্লাহ্, মাহমুদুল ইসলাম মিঠু, সামিহা খান, সাদিয়া সোমা, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপু, শিখা খান, শায়েরী প্রমুখ। ছবির আইটেম গানে নেচেছেন স্টানিং মিতু।

বাংলাদেশের মনোরম লোকেশনের পাশাপাশি বড় বাজেটের এ চলচ্চিত্রটির শুটিং হয়েছে ব্যাংককের ফুকেট ও অস্ট্রেলিয়ার সিডনিতে। কলকাতার রেন্ট সিনেমাটিক্স এবং ইকিউ মিউজিক স্টেশনের কারিগরি সহযোগিতায় ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন বেলাল খান, প্রসেনজিত চট্টোপাধ্যায় (কলকাতা) ও তানভীর আলম সজীব।

ছবি নির্মাণ প্রসঙ্গে পরিচালক মিজানুর রহমান লাবু প্রতিদিনের সংবাদকে বলেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন ছিল চলচ্চিত্র নির্মাণের। তাই পড়াশোনার পাশাপাশি যুক্ত ছিলাম থিয়েটার ও পরিচালনার কাজে। ইতোমধ্যে নির্মাণ করেছি প্রায় ২০০ নাটক। তেমনি মাহমুদুল হক রাজীব একদিন একটা গল্প নিয়ে এলেন টেলিফিল্ম বানানোর জন্য। গল্প পড়ে পরিচালকের মনে হলো এটি যুগোপযোগী গল্প। নাটকের চেয়ে ছবিই ভালো হবে। স্ক্রিপ্ট কারেকশনের মাধ্যমে কাজ শুরু হলো। এরপর ভাবনা, ছবির প্রধান চরিত্রের জন্য কাকে নেওয়া যায়? অনেক খুঁজে তাদের আঙুল স্থির হলো অচেনা-অজানা দুই মুখের ওপর। একজন ছবির স্ক্রিপ্টে কাজ করা শিবলী। আরেকজন কলকাতার রাতাশ্রী। শিবলী অভিনয় নাচ ও ফাইটের দীক্ষা নিলেন। শুরু হলো ছবির কাজ। বাংলাদেশ, ব্যাংকক ও অস্ট্রেলিয়া ঘুরে তুলে আনা হলো মনোরম সব দৃশ্য আর গা ছমছম করা হত্যা, রহস্য, মাদক আর প্রেমের গল্প।’

লাবু আরো বলেন, ‘আমরা দীর্ঘদিন দর্শকদের মানসিকতা যাচাই করেছি। সেই আলোকে ছবিটি বানিয়েছি। ফলে আশা করছি, দর্শক নিজেদের গল্প হিসেবে ছবিটি গ্রহণ করবে এবং দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়বে।’

এরই মধ্যে পরিচালক তার দ্বিতীয় ছবির কাজও শেষ করে ফেলেছেন। ‘নুরুমিয়া ও তার বিউটি ড্রাইভার’ নামের ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist