বিনোদন প্রতিবেদক

  ১৯ জানুয়ারি, ২০১৭

সরব হচ্ছেন শাবনূর

আগামী মাসে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন ঢাকাই চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় নায়িকা শাবনূর। বহুদিন ধরেই শোনা যাচ্ছে, তিনি নতুন ছবিতে কাজ শুরু করবেন। কিন্তু ঘনিষ্ঠজনদের তথ্যমতে, চলচ্চিত্রে অভিনয়ের জন্য শারীরিকভাবে ফিট ছিলেন না তিনি। তবে এবার প্রস্তুতি নেওয়া শেষ, আগামী মার্চ মাস থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। শাবনূরের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা শাহজাহান চৌধুরী।

শাহজাহান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘গত সপ্তাহে শাবনূরের মাকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছি। চিকিৎসা নিতে এক মাস আমরা শাবনূরের কাছে ছিলাম। শাবনূরের আসার কথা ছিল, কিন্তু তার আসতে একটু দেরি হবে। বাচ্চার স্কুল এখন খোলা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে স্কুল বন্ধ হবে। তখন শাবনূর মাস দুয়েকের জন্য ঢাকায় আসবে।’

শাবনূরের চাচা আরো বলেন, ‘চলচ্চিত্রে সে ফিরবে কিনা, তা বলতে পারছি না। তবে ওজন কমিয়েছে অনেকটা। সেখানে বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়; আবার নিয়ম করে ব্যায়ামও করছে।’

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘শাবনূরের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। এরই মধ্যে তিনি ওজন কমিয়েছেন। চলচ্চিত্রের জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন। মার্চ থেকে আমরা ছবির শুটিং শুরু করব।’

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কতদিন দেখি না তোমায়’ ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস। ইতোমধ্যে টাঙ্গাইলে ৭ দিন ছবিটির শুটিং করা হয়েছে।

ইয়োলো প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিতব্য এই ছবির সঙ্গীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ, আরেফিন রুমি এবং জে কে। ছবিতে শাবনূর-ফেরদৌস ছাড়াও অভিনয় করবেন সাইমন সাদিক, পিয়া বিপাশা প্রমুখ। বিয়ে এবং মাতৃত্বজনিত কারণে শাবনূর বেশ কয়েক বছর কোনো কাজ করেননি।

এর আগে শাবনূরকে নিয়ে পরিচালক মানিক ‘দুই নয়নের আলো’, ‘মন ছুঁয়েছে মন’, ‘মা আমার চোখের মণি’, ‘এমনও তো প্রেম হয়’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ এবং ‘চুপি চুপি প্রেম’ নির্মাণ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist