বিনোদন প্রতিবেদক

  ০৭ আগস্ট, ২০২০

ঈদ আয়োজনে শেষ সিনেমা ‘মেড ইন বাংলাদেশ’

আজ ঈদের সপ্তম দিন। এদিন শেষ হচ্ছে চ্যানেল আইয়ের সাত দিনব্যাপী ঈদ আয়োজন। ঈদের দিন থেকে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হয়েছে দারুণ সব চলচ্চিত্র। এবার সাত দিনব্যাপী সাতটি চলচ্চিত্রের মধ্যে পাঁচটি চলচ্চিত্রই ছিল নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত। আজ শুক্রবার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’-এর মধ্য দিয়ে ঈদের সাত সিনেমা দেখানো শেষ হচ্ছে।

‘মেড ইন বাংলাদেশ’ ফারুকী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। এর কাহিনি রচনা করেছেন কবি, সাহিত্যিক এবং সাংবাদিক আনিসুল হক। এটি ২০০৬ সালের ডিসেম্বরে মুক্তি পায় এবং ২০০৭ সালের জানুয়ারি মাসে ঈদ উপলক্ষে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।

‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রটি মূলত আনিসুল হক রচিত ‘জিম্মি’ উপন্যাসের চিত্ররূপ। এতে এক বেকার যুবকের সমাজ, রাষ্ট্র ও প্রশাসনের দুর্নীতি এবং বিভিন্ন অব্যবস্থাপনার বিরুদ্ধে অবদমিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। চলচ্চিত্রটির মূল ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান। এ ছাড়া আরো অভিনয় করেছেন সালেহ আহমেদ, তারিক আনাম, ফজলুর রহমান বাবু, তানিয়া আহমেদ, শহীদুজ্জামান সেলিম, মারজুক রাসেল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close