বিনোদন প্রতিবেদক

  ০৭ আগস্ট, ২০২০

অন্যরকম চরিত্রে চঞ্চল চৌধুরী

করোনাভাইরাসের কারণে রোজার ঈদে কোনো নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করতে না পারলেও কোরবানির ঈদে কয়েকটি খ- ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এগুলোর মধ্যে ‘চরিত্র : প্রেমিক’ অন্যতম। এটি সাত পর্বের ধারাবাহিক নাটক। রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। নাটকটি ঈদের দিন থেকে প্রতিদিন ৯টা ৫৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হচ্ছে। নাটকের গল্পে দেখা যাচ্ছে, রাসেল ও শায়লা দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করে। প্রেমের সময়টাতে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিয়ের পর হঠাৎ রাসেলের প্রেমিক চরিত্রটি উধাও হয়ে যায়। যে শায়লাকে খুশি করার জন্য অস্থির থাকত, সেই রাসেল এখন উঠতে-বসতে, কথায়-কথায় শায়লাকে খোঁচা দিয়ে কথা বলে, চুন থেকে পান খসলেই মানসিক নির্যাতনের চূড়ান্ত আচরণে ঢুকে যায়। শায়লা রাসেলের এই পরিবর্তনটাকেই একটা পর্যায়ে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু বছর দু-এক পর বড় একটা বিপত্তি বাধে। হঠাৎ এক দিন ঘুম থেকে উঠেই রাসেল আবার সেই আগের প্রেমিক হয়ে যায়। শায়লার মনে সন্দেহ দানা বেঁধে ওঠে। শায়লা রাসেলের এই হঠাৎ পরিবর্তনের রহস্য বের করার মিশনে নামে। নাটকে রাসেল চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নাটকের গল্প একেবারেই অন্যরকম। যতগুলো পর্ব প্রচার হয়েছে, দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি। বাকি পর্বগুলোও দেখার আমন্ত্রণ রইল।’ নাটকে শায়লা চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close