বিনোদন প্রতিবেদক

  ০৬ আগস্ট, ২০২০

মৌসুমী মৌয়ের স্বপ্নপূরণ

মৌসুমী মৌ একাধারে থিয়েটারকর্মী এবং সংগীতশিল্পী। কাজ করছেন প্রাঙ্গণেমোর থিয়েটারে। অভিনয় করছেন নিয়মিত। স্টেজে গান করার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো তার মৌলিক গান ‘তুই বড় স্বার্থপর’ প্রকাশিত হয়েছে। প্লাবন কোরেশীর কথা ও সুরে গানটি জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে। এ ছাড়া এবারের ঈদে তার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হয়েছে। গান প্রকাশ প্রসঙ্গে বলেন, অনেক দিনের একটা স্বপ্নপূরণ হয়েছে। খুব ভালো লাগছে। অনেকেই গানটি শুনে প্রশংসা করছে। খুব শিগগিরই আরো একটা কাভার গান রিলিজ হবে। মৌ বলেন, ঢাকায় আসার উদ্দেশ্য ছিল আইন বিষয়ে পড়াশোনা করে কোর্টে প্র্যাকটিস করা এবং আমার অভিনয় ও গানকে বাঁচিয়ে রাখা। চেষ্টা করছি, আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ করতে। সবার দোয়া ও সহযোগিতা চাই। ফরিদপুর জেলায় জন্ম নেওয়া মৌয়ের স্কুল কলেজজীবন কেটেছে ফরিদপুরেই। ২০১৩ সালে ঢাকায় এসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আইন বিষয়ে অনার্স কমপ্লিট করেন। ২০১৪ সাল যুক্ত হন প্রাঙ্গণেমোর থিয়েটারে। দলের ‘বিবাদী সারগাম’, ‘কনডেমড সেল’, ‘হাছন জানের রাজা’ নাটকগুলোতে নিয়মিত অভিনয় করছেন। টিভিতে এ পর্যন্ত ইত্যাদি অনুষ্ঠানসহ ৩০ থেকে ৪০টি খন্ডনাটক ও কিছু সিরিয়ালে অভিনয় করেছেন।

সম্প্রতি যুক্ত হয়েছেন হাসান জাহাঙ্গীর পরিচালিত বৈশাখী টিভিতে চলমান ‘চাপাবাজ’ ধারাবাহিক নাটকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close