বিনোদন প্রতিবেদক

  ১৫ জুলাই, ২০২০

২ যুগে এটিএন বাংলা

পথচলার ২৩ বছর পূর্ণ করে আজ ২৪ বছরে পদার্পণ করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ সেøাগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা করে চ্যানেলটি। জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতির কারণে এটিএন বাংলা কর্তৃপক্ষ এ বছর কেক কাটা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন স্থগিত করেছে। তবে দিনটি উপলক্ষে এটিএন বাংলার পর্দায় দর্শকের জন্য বেশ কিছু অনুষ্ঠান থাকছে। দীর্ঘ ২ যুগের পথচলায় এটিএন বাংলার আর্কাইভে রয়েছে অনেক জনপ্রিয় অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানমালায় এসবের পাশাপাশি কণ্ঠশিল্পী ইভা রহমান এবং ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান প্রচার করা হবে। এ ছাড়াও রাজনীতিবিদ, দেশের বিশিষ্ট নাগরিক এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীদের অনলাইনে প্রেরিত শুভেচ্ছা প্রচার করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close