বিনোদন প্রতিবেদক

  ১০ জুলাই, ২০২০

ফিরলেন নন্দিতা

একুশে টেলিভিশনের সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘গানের ওপারে’-এর রেকর্ডিংয়ের মধ্য দিয়েই ফিরলেন সানজিদা মাহমুদ নন্দিতা। ৮ জুলাই ফেরদৌস আরার উপস্থাপনায় নন্দিতা চারটি গানে কণ্ঠ দিয়েছেন। গানগুলো হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের ‘কাজল ধোঁয়া চোখের জলে’, সবিতা চৌধুরীর ‘লাগে দোল পাতায় পাতায়’, ফেরদৌসী রহমানের ‘তুমি যদি বলে দিতে’ ও শাহনাজ রহমতুল্লাহর ‘ঐ আকাশ ঘিরে সন্ধ্যা নামে’।

নন্দিতা বলেন, ‘গানের ওপারে অনুষ্ঠানটির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই অনুষ্ঠানে গান গাইতে এসে একজন উপস্থাপক হিসেবে আমার যাত্রা। যে কারণে ধন্যবাদ জানাই মোহসীনা আপাকে। করোনার কারণে দীর্ঘদিন ঘরে বসে থাকার পর অনেকটা সাহস নিয়েই ঘর থেকে বেরিয়ে পড়লাম, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। করোনার সঙ্গে যুদ্ধ করেই এখন আমাদের চলতে হবে, এটা মেনে নিয়েই সতর্কভাবে কাজ করতে হবে। গানের ওপারে অনুষ্ঠানে যে চারটি গান গেয়েছি, গানগুলো আগে থেকেই আমার চর্চায় ছিল। এবার অনেক আন্তরিকতা নিয়ে গানগুলো গেয়েছি। আশা করছি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close