বিনোদন প্রতিবেদক

  ০২ জুলাই, ২০২০

‘সবার ভালোবাসার কাছে আমি ঋণী’

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এফ এ সুমন। তার গাওয়া ‘ঘুম পাড়ানি বন্ধু’ গানটি তিন কোটি দর্শক ভিউ অতিক্রম করেছেন। গানটি লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ, সুর করেছেন আরিফ হোসেন ও সংগীতায়োজন করেছেন অনু মোস্তাফিজ। ভিডিও নির্মাণ করেছেন সাদ্দাম হোসেন সাদ। এতে মডেল হয়েছিলেন পলাশ খান ও জান্নাত। এ গানটি ছাড়াও কোটির ঘরে সুমনের প্রায় ১৪টি গান রয়েছে। এই প্রজন্মের শিল্পীদের মধ্যে যাদের গান প্রথম কোটির ঘর অতিক্রম করে শীর্ষ সেই দুই সংগীতশিল্পীর মধ্যে এফ এ সুমন একজন। কোটি পেরোনো গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑ ‘পাগলীরে’, ‘মনটা আমার’, ‘বন্ধুরে তোর বুকের ভেতর’, ‘ভালোবাসা ছেঁড়া ফুল’, ‘তোর লাগিরে’ ইত্যাদি। এফ এ সুমনের আরো একটি অন্যতম জনপ্রিয় গান হচ্ছে ‘জাদুরে জাদুরে এ কেমন ভালোবাসা’। এই গানটি যদিও কোটির ঘর অতিক্রম করেনি, কিন্তু গানটির অডিও প্রকাশের সময়ই বেশ জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তীতে ভিডিও প্রকাশের পরও শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।

এফ এ সুমন বলেন, ‘আমাদের প্রজন্মের মধ্যে যাদের গান প্রথম কোটির ঘর অতিক্রম করে, সেই শুরুর দিকের দুজনের একজন আমি। আমার জানরে তুই গানটিই প্রথম কোটির ঘর অতিক্রম করে। সত্যি বলতে কী দর্শক-শ্রোতারা তো এখন ইউটিউবেই গান শোনেন, দেখেন। যে কারণে ভিউয়ার্স বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি সব সময়ই ভালো ভালো গান আমার ভক্ত-শ্রোতাকে উপহার দেওয়ার চেষ্টা করি। যথেষ্ট সময় নিয়ে যেমন গান করি। গীতিকবিতা চূড়ান্ত করার ক্ষেত্রেও যথেষ্ট সময় নেই আমি। বাংলাদেশের নানা অঞ্চল থেকে আমি আমার গানের জন্য যে সাড়া পাই, তাতে আমি মুগ্ধ। সবার ভালোবাসার কাছে আমি ঋণী। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো ভালো গান উপহার দিতে পারি।’ এদিকে গেল ঈদেও সুমনের বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে। তার মধ্যে ‘আর কত দুঃখ দিবি’ গানটি বেশ সাড়া ফেলেছে। গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন অভি আকাশ ও সংগীতায়োজন করেছেন এফ এ সুমন। আসছে ঈদেও নতুন গান থাকছে বলেও জানান এফ এ সুমন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close