বিনোদন ডেস্ক

  ৩১ মে, ২০২০

পরিস্থিতি স্বাভাবিক হলেই ঐশ্বরিয়ার শুটিং

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে নিয়ে কাজে নামবেন দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক মণি রতœম। ১০ বছর আগে এই পরিচালকের ‘রাবণ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া। সেই সিনেমা দারুণ সাড়া ফেলেছিল। ব্যবসাও করেছিল ভালো। ১০ বছর পর আরো একবার মণি রতœমের সঙ্গে জুটি বেঁধে পর্দায় চমক দেখাতে তৈরি হচ্ছেন ঐশ্বরিয়া।

মণি রতœমের নতুন সিনেমাটির নাম ‘পন্নিইন সেলভান’। মার্চে এটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ভেস্তে যায় সব পরিকল্পনা। এখন নতুন করে সবকিছুর পরিকল্পনা করছে নির্মাতা কর্তৃপক্ষ। তারা চাচ্ছেন, কীভাবে মূল ডেডলাইনেই কাজ শেষ করা যায়। তার জন্য পরিচালক মণি রতœম একটি পরিকল্পনাও করেছেন। সেটি হলো, লকডাউন উঠে গেলে এক ধাক্কায় তিনি এই সিনেমার শুটিং শেষ করবেন। অর্থাৎ বিরতিহীনভাবে চলবে শুটিং। জানা গেছে, এই পরিকল্পনা বাস্তবায়নে শুটিং শিডিউল এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে ২০২১ সালেই সিনেসমাটি মুক্তি পায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close