বিনোদন প্রতিবেদক

  ১৩ এপ্রিল, ২০২০

প্রবাসীদের পাশে সুজানা

দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর। সম্পৃক্ত রেখেছেন অটিস্টিক শিশু এবং সমাজের দুস্থদের সেবায়ও। চলমান করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন শহরের মতো লকডাউনে রয়েছে দুবাই। সেখানকার ২৮ প্রবাসীর পাশে দাঁড়ালেন এ অভিনেত্রী।

জানা গেছে, করোনা সংকটে দুবাইতে লকডাউনে আটকেপড়া ২৮ বাংলাদেশি শ্রমিককে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেইরা দুবাই, সাবকা রোডে বসবাসরত প্রবাসীদের কাছে ২০ দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন এ অভিনেত্রী।

তবে কী কী দিয়েছেন, সেগুলো গোপন রাখতে চাইলেন বর্তমানে দুইবাতে থাকা সুজানা। তিনি বলেন, মানুষের পাশে থাকছি এটাই বড় কথা। তারা ভালো থাকলে আমি খুশি। দুবাইতে থেকে এমনভাবে মানুষের জন্য কিছু করতে পারব ভাবিনি। আমি প্রথমে ফেসবুক মেসেজ দেখে মনে করছি, আমার সঙ্গে কেউ কেউ মজা করছেন। পরে আমাকে তারা পাসপোর্টের পাতার ছবি তুলে পাঠালেন। এরপর আমি তাদের জন্য খাদ্য পাঠালাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close