বিনোদন প্রতিবেদক

  ০৮ এপ্রিল, ২০২০

‘আল্লাহ যেন বিপদ পেরিয়ে সুন্দর সময় নিয়ে আসেন’

বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত মানুষ। প্রতিদিনই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। এরই মধ্যে শতাধিকের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগামীদিনগুলো আরো বিপর্যয়ের বলে আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে সবার মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে আছেন অভিনয়শিল্পীরাও। যার যার অবস্থান থেকে সবাই নিরাপদ স্থানেই অবস্থান করছেন। সবাই নিজ গৃহেই সময় কাটাচ্ছেন। যেন সবাই নিরাপদে থাকেন। করোনার দিনগুলোতে শুটিং না থাকায় নিজের উত্তরার বাসাতেই আছেন একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। এ প্রসঙ্গে দিলারা জামান বলেন, আমি আসলে একা মানুষ। রাজধানীর উত্তরাতে নিজ বাসাতেই অবস্থান করছি। যেহেতু আমার বয়স হয়েছে এবং আমার ডায়াবেটিস আছে, তাই আমাকে খুব সাবধানে থাকতে হচ্ছে। আমার দুই মেয়ের মধ্যে বড় মেয়ে কানাডায় এবং ছোট মেয়ে আমেরিকায় আছে। দুজনকে নিয়েই আমার আরো দুশ্চিন্তা হচ্ছে। জানি না আল্লাহ ভাগ্যে কী রেখেছেন। অবশ্য আমার মেয়েরা আমাকে নিয়ে আরো বেশি চিন্তিত। তারা প্রতিদিনই দেশের বাইরে থেকে আমাকে ফোন দিচ্ছে। আমার খোঁজখবর নিচ্ছে। কিন্তু তারপরও কেন যেন শান্তি পাচ্ছি না। খুব অস্থির সময় পার করছি। আল্লাহ যেন আমাদের এই বিপদের সময়টা পেরিয়ে জীবনে সুন্দর সময় নিয়ে আসেন। সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে দিলারা জামান হাবীব শাকিলের ‘পরের মেয়ে’ ধারাবাহিক নাটকে কাজ করতেন। পাশাপাশি তিনি তৌকির আহমেদ পরিচালিত ‘রূপালী জোছনা’তেও নিয়মিত অভিনয় করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close