বিনোদন প্রতিবেদক

  ০৭ এপ্রিল, ২০২০

সামর্থ্যরে মধ্যে মানুষের পাশে আছি : ববি

সামর্থ্যরে মধ্যে যতটুকু পারছি মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। যদি কোটি কোটি টাকা থাকত তাহলে অবশ্যই হাজারো মানুষের পাশে থাকার চেষ্টা করতাম, বলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে তিনি বসে নেই। নিজে সচেতন থাকছেন, পাশাপাশি নিজের সামর্থ্যরে মধ্যে অসচ্ছল মানুষদের সহায়তা করছেন।

গত তিন থেকে চার দিনে রাজধানীর মিরপুর, কারওয়ানবাজার, মগবাজার, কমলাপুর রেলস্টেশন অঞ্চলসহ রাস্তায় ঘুমানো মানুষের কাছে গিয়ে এ নায়িকা নিত্যপ্রয়োজনীয় সামগ্র্য বিতরণ করছেন। ববি বলেন, ওইসব এলাকায় একবার দিয়ে শেষ করা যায় না। মনে হয় আরো যদি পারতাম! কয়েকদিনে আড়াই শতাধিক মানুষের হাতে এ দুর্যোগময় অবস্থায় বেঁচে থাকার জন্য নিত্যপ্রয়োজনীয় খাবারগুলো দিয়েছি। গত রোববার (৫ এপ্রিল) ছিল চিত্রনায়িকা ববির বাবার প্রথম মৃত্যুবার্ষিকী। তার দাদার বাড়ি জামালপুর সদরে। ইচ্ছা থাকার পরেও লকডাউনের কারণে যেতে পারেননি ববি। তিনি বলেন, দেশের এ অবস্থায় বাবার জন্য দোয়া মাহফিল করতে পারিনি। এখন খেয়ে পরে বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ। তাই বাবার মৃত্যুবার্ষিকীতে আমাদের জামালপুরে স্থানীয় কিছু নি¤œবিত্ত মানুষের সাহায্যের হাত বাড়িয়েছি। বাবা বেঁচে থাকলে হয়তো আরো বেশি সাহায্য করতেন। তাকে অনুসরণ করে আমিও চেষ্টা করছি। এই সময়ে আমার আরো কিছু প্ল্যান আছে। আমি আমার মতো সাহায্য করে যাওয়ার চেষ্টা করছি। ঢাকায় আয়োজন করে কিছু করছি না। তবে জামালপুরে বাবার মৃত্যুবার্ষিকীতে আয়োজন করে মাদরাসা, এতিমখানায় কিছু সাহায্যের চেষ্টা করেছি। ওই যে বললাম, আমার তো হাজার কোটি টাকা নেই, সামর্থ্যরে মধ্যে যতটুকু যেভাবে পারছি মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close