বিনোদন প্রতিবেদক

  ০৭ এপ্রিল, ২০২০

শো-রেকর্ডিং বাতিল করে নিরাপদে অনুপমা মুক্তি

অনুপমা মুক্তি বাংলাদেশের সংগীতাঙ্গনের একজন ভিন্ন ঘরানার শিল্পী। কোহিনূর আক্তার সূচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় ‘তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল না কী তোমার মন’ গানটি গেয়ে মূলত বেশি আলোচনায় আসেন তিনি। বাংলাদেশসহ সারা বিশ^ যখন করোনাভাইরাসে বিপর্যস্ত তখনো ভীষণ ঝুঁকির মধ্যে অর্থাৎ গেল স্বাধীনতা দিবসে তিনি দেশ টিভির স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজনে অংশ নিয়ে সরাসরি গান শুনিয়েছেন শ্রোতা দর্শককে।

আগামীকাল ৮ এপ্রিল বাংলাভিশনের একটি অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নেওয়ার কথা। ছিল বেশ কয়েকটি স্টেজ শো। কিন্তু সব বাতিল করে দেশের সবার মঙ্গলের কথা চিন্তা করে, নিজের কথা, নিজের পরিবারের কথা চিন্তা করে গেল ২৬ মার্চের পর থেকে রাজধানীর মিরপুরে নিজের বাসা থেকে আর বের হননি অনুপমা মুক্তি। স্বামী শিল্পী ও সংগীত পরিচালক শরীফ রাজকুমার ও একমাত্র মেয়ে আনিশ্বকে সঙ্গে নিয়ে বাংলাদেশের অন্য আর সব পরিবারের মতোই একধরনের গৃহবন্দি সময় পার করছেন অনুপমা মুক্তি। খুব কাছেই বাবার বাসা। বাবাকে এক নজর দেখতেও বের হচ্ছেন না তিনি।

গতকাল ছিল অনুপমা মুক্তির জন্মদিন। অনুপমা মুক্তি বলেন, এমন একটা ভয়ংকর পরিস্থিতির মধ্যে নিজের জন্মদিন কাটবে, তা কোনো দিন কল্পনাও করতে পারিনি। সত্যি বলতে কী আমরা যারা সংগীতশিল্পী বলা যায় অনেকটাই দিনমজুরের মতো। কী অনিশ্চয়তার মধ্যে জীবন পড়েছে তা কেউ বলতে পারি না। করোনাভাইরাসের এই প্রভাব থেকে আমরা যে কবে মুক্ত হতে পারব একমাত্র মহান আল্লাহই জানেন। জানি না ভাগ্যে কী আছে। তারপরও রাষ্ট্রের বিধিনিষেধ মেনেই নিজগৃহে বন্দি আছি। স্বামী সন্তানকে নিয়ে ধৈর্য ধরে নিরাপদে থাকার চেষ্টা করছি। দোয়া করি পরিস্থিতি স্বাভাবিক হোক, সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

এদিকে অনুপমা মুক্তি সর্বশেষ টানা ছয়টি ফোক গান একসঙ্গে গেয়েছেন। আরটিভির একটি অনুষ্ঠানে গানগুলো প্রচার হয়। এবারই প্রথম তিনি ফোক গান গাইলেন। গানগুলো হচ্ছে ভ্রমর কইও গিয়া, তোমায় হৃদ মাঝারে রাখব, বন্ধু তোর লাইগারে, সোনা বন্ধুরে, আমার গায়ে যত দুঃখ সয়, ধন্য ধন্য বলি তারে। বঙ্গবন্ধুকে নিয়ে ‘আসবে না ফিরে জানি’ গানটিও গেয়েছিলেন তিনি। গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন শোয়েব চৌধুরী। সংগীতায়োজন করেছিলেন এরফান টিপু ও কাজী জামাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close