বিনোদন প্রতিবেদক

  ০৬ এপ্রিল, ২০২০

এবার ১ হাজার পরিবারের পাশে সালমা

করোনাভাইরাসের কারণে দেশের নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সেই সব মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন সংগীত তারকা মৌসুমী আক্তার সালমার সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’।

এরই মধ্যে ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সালমা। নতুন করে আরো এক হাজার পরিবারকে এই সহায়তা দিচ্ছে সালমার সেবামূলক প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছেন সালমা নিজেই।

সালমা বলেন, নিম্নমধ্যবিত্তের পক্ষ থেকে প্রচুর কল আসছে। তাদের মধ্যে সপ্তাহের খাদ্য বিতরণ করা শুরু করেছে সাফিয়া ফাউন্ডেশন। তিন হাজার কেজি পণ্য আমাদের স্টকে আছে। শেষ হওয়া মাত্রই আরো ব্যবস্থা করা হবে। গৃহহীন মানুষকে রান্না করা খাবার বিতরণ করবে সাফিয়া ফাউন্ডেশন।

এই গায়িকা আরো বলেন, আমরা সবাই যদি এই সময়ে এগিয়ে আসি খারাপ সময়টি সহজেই মোকাবিলা করতে পারব। আমাদের একটু সহযোগিতা হাজারও মানুষের মুখে হাসি ফুটাতে পারে। তাই সবার প্রতি আহ্বান থাকবে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমাদের প্রতিষ্ঠানটিও নিয়মিত কাজ করে যাবে এই দুর্যোগ মোকাবিলায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close