বিনোদন প্রতিবেদক

  ০৫ এপ্রিল, ২০২০

সাহায্য অব্যাহত রেখেছেন মমতাজ

করোনাভাইরাসের প্রভাব বাংলাদেশে শুরুর দিক থেকেই ব্যক্তিগত তহবিল থেকে অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছেন সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। অভাবগ্রস্তদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছেন তিনি। নিজে ছাড়াও স্থানীয় চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাদের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছেন এবং নির্দেশনাও দিচ্ছেন মমতাজ। গেল ৩ এপ্রিল সিঙ্গাইরে নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন তিনি। মমতাজ বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদের হাতেই। ঘরে থেকে সুরক্ষিত থাকুন, ভালোবাসার মানুষকে সুরক্ষিত রাখুন। আমি আপনাদের খোঁজখবর রাখছি সবসময়ই এবং করোনাভাইরাসের কারণে কর্মহীন, দুস্থ, দিনমজুর ও অভাবগ্রস্তদের ঘরে ঘরে খাবার পৌঁছে যাবে ইনশাআল্লাাহ। মমতাজ আরো বলেন, যদি কেউ সাহায্য না পেয়ে থাকেন তাহলে স্থানীয় প্রতিনিধিদের জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। প্রতিনিধির কাছে জানানোর সঙ্গে সঙ্গে সাহায্য পৌঁছে দেওয়ার দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে করোনাভাইরাসে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নিজেরই একটি জনপ্রিয় গানের সুরে মমতাজ ‘মাইনা যায় নিয়মটা মাইনা যায়’ গান নিয়ে সবার সামনে আসেন। দেশব্যাপী এই গানটি এখন প্রতিনিয়ত প্রচার হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close