বিনোদন প্রতিবেদক

  ০৪ এপ্রিল, ২০২০

বাড়তি চাপ মঙ্গল বয়ে আনে না : নওশাবা

করোনাভাইরাসের কারণে সবার মতো অভিনয় শিল্পীরাও ঘরে বন্দি। এর মধ্যে অনেক অভিনয় শিল্পী মাসের ১৫ থেকে ২০ দিন কাজ করেননি। মিডিয়ার কাজের বাইরে তাদের আয়ের বিকল্প পথও নেই। সেসব শিল্পীর প্রতি অভিনেত্রী কাজী নওশাবা অনুরোধ করেন, নিজের সঞ্চিত বাজেটের দিকে খেয়াল রাখার। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টের মধ্যদিয়ে তিনি বলেন,আমরা যারা, মাসের ১৫ বা ২০ দিন কাজ করিনি, সুযোগ পাইনি, কিছু মাস হয়ত কাজই হয়নি! যাদের মিডিয়ার কাজের বাইরে আর কোনো ক্ষেত্র নেই অর্থ উপাজর্নের! সেই সংস্কৃতিকর্মীদের প্রতি অনুরোধ আপনারা নিজ বাজেটের প্রতি বারবার খেয়াল করুন, একটু বুঝে চলুন, নিজের অবস্থান পরিবারকে খুলে বলুন! বয়স অনুযায়ী সন্তানকেও বলুন! আমি বলেছি, আমার প্রকৃতিকে, সন্তানকে অবুঝ ভাবলেই বিপদ! ওরা সব বুঝে, বোঝানোর চেষ্টা শুধু থাকতে হয়! বাড়তি প্রেসার কোনো মঙ্গল বয়ে আনে না! এখন থেকে লাগাম হাতে থাকলে পরিস্থিতি নিজের আয়ত্তে থাকবে বলে আমি আশা করি! পরিবারের সহমর্মিতায় আমরা এই সময়টা পার করতে পারব, ইনশাআল্লাহ!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close