বিনোদন প্রতিবেদক

  ২৯ মার্চ, ২০২০

সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘টিম ইয়াং স্টার’

নিম্নআয়ের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চলচ্চিত্রের ৯ জন শিল্পী নিয়ে গঠিত দল ‘টিম ইয়াং স্টার’। এই দলে রয়েছেন চলচ্চিত্রশিল্পী জয় চৌধুরী, আঁচল, বিপাশা কবির, শিরিন শিলা, নাদিম, রুমানা নীড়, কাজী জারা, শিপন মিত্র ও সানজু জন। গত শুক্রবার বিকালে রাজধানীর আফতাবনগর, রামপুরা ব্রিজ এলাকায় খাদ্য ও জীবাণু প্রতিরোধক সামগ্রী দিয়ে তারা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

এ বিষয়ে দলের সদস্য ও অভিনেতা জয় চৌধুরী জানান, তারা দলের সদস্যরা নিজেদের টাকা দিয়ে এই কাজ করছেন। মানবিক জায়গা থেকেই উদ্যোগটি নেওয়া। তিনি বলেন, ‘করোনাভাইরাস আতঙ্কে শহর ফাঁকা। জীবনের ঝুঁকি নিয়ে রিকশাওয়ালারা বের হচ্ছেন। কারণ, বের না হলে তাদের সংসার চলবে না। আমাদের এই ক্ষুদ্র সহায়তা থেকে তারা দুই দিনের জন্য হলেও ঘরে অবস্থান করে সংসার চালাতে পারবেন।’

শিরিন শিলা বলেন, নিজের সাধ্যমত সাহায্য নিয়ে আমরা যদি সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াই, তবেই এই সংকট মোকাবিলা করতে পারব। তাই আমাদের টিম এবং আমার ব্যক্তিগত আহ্বান থাকবে মানবতার সেবায় এগিয়ে আসুন। আপনি নিজে সচেতন হোন, সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন।

বিপাশা বলেন বলেন, ‘যাদের সামর্থ্য আছে, সবাই যদি এসব নিম্নআয়ের মানুষকে সহযোগিতা করেন, তাহলে তারা বাসায় থাকার সুযোগ পাবেন। করোনার ঝুঁকি আরো কমবে। আমরা যেন সবাই নিজ নিজ জায়গা থেকে এভাবে এগিয়ে আসি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close