বিনোদন প্রতিবেদক

  ১৯ ফেব্রুয়ারি, ২০২০

আলোচনায় ‘মাগো আমি বিদেশ যাব’

ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউবে প্রকাশ পেয়েছে সাখাওয়াত মানিকের নাটক ‘মাগো আমি বিদেশ যাব’। প্রবাসীদের দেশ ছেড়ে যাওয়ার মর্মস্পর্শী এক গল্প ফুটে উঠেছে এ নাটকে। মো. সাইফুর রহমান কাজলের রচনায় এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, মনিরা মিঠু, পায়েলিয়া পায়েল, তাহমিনা কৃতিকা, আজম খানসহ অনেকে। ১২ ফেব্রুয়ারি ডিমার্স ক্রিকেশনের ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শকের সাড়া পাচ্ছে নাটকটি। যার অভিনেতা শামিম হাসান সরকার, মনিরা মিঠু ও তাহমিনা কৃতিকা অভিনয়ের প্রশংসা পাচ্ছে। এর মধ্যেই ইউটিউবে নাটকটি প্রায় সাড়ে ৩ লাখ মানুষ দেখেছে। পাশাপাশি মন্তব্য করেছেন প্রায় ২ হাজারেরও বেশি দর্শক। এরমধ্যে প্রবাসী বাঙালিদের মন্তব্য চোখে পড়ার মতো। মন্তব্যের ঘরে আল আমিন লিখেছেন, জীবনে কখনো নাটক কিংবা সিনেমা দেখে কাদিনি। কিন্তু এ নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। আদরের ছোট বোনটার কথা মনে পড়ে গেল। মাকে অনেক মিস করি। আবদুর রাজ্জাক লিখেছেন, প্রত্যেকটা বাবা-মা চান তার ছেলে বিদেশে গিয়ে কামাই করে সুন্দর একটা ভবিষ্যৎ গড়বে। আর সন্তানরা চায় ফ্যামিলির মঙ্গলের জন্য বিদেশে গিয়ে রোজগার করে বাবা-মাকে সুখে রাখবে, ফ্যামিলিকে সুখে রাখবে। এরই নাম প্রবাস। অসাধারণ হয়েছে ধন্যবাদ পরিচালক ভাইকে। রফিক লিখেছেন, তিন বছর আগের কথা মনে পড়ে গেল! সবাই এক গাড়ি দিয়ে এয়ারপোর্ট গেটে আসলাম। পুলিশ সবাইকে নামিয়ে দেয়। শুধু আমার সঙ্গে একজন ওপরে যেতে পারবেন। তখন আমার মা বলেছেন, আমি যাব আমার ছেলে সঙ্গে। আমার মায়ের কষ্ট দেখে আমি না বলতে পারিনি। আবার যখন আমি ভেতরে ঢুকে যাই, মায়ের চোখ দিয়ে পানি ঝরছে, কলিজাটা ফেটে গেছে। ভাই এমন নাটক দরকার নেই। যে নাটক দেখে চোখ দিয়ে অঝোরে পানি আসে। স্যরি ভাই।

ওয়াসিম আকরাম লিখেছেন, চিৎকার করে বলতে ইচ্ছা করছে, মা তুমি কি একটিবারও আমাকে ফেরাতে পারলে না।

নাটকটির নির্মাতা শাখাওয়াত মানিক জানান, দর্শকদের এমন ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ। নাটকের ভিউ কম হলেও মন্তব্যের ঘরে দর্শকদের আবেগমাখা কথাগুলো সত্যিই আমার বড় পাওয়া। তাদের এমন ভালোবাসা নিজেকে কাজের প্রতি আরো দায়িত্বশীল করে দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close