বিনোদন প্রতিবেদক

  ১৩ ফেব্রুয়ারি, ২০২০

নিশো-মেহজাবীনের ‘মেমোরিস’

ভালোবাসা দিবসে একাধিক নাটকে দেখা যাবে জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীনকে। যার মধ্যে তাদের অন্যতম একটি কাজ ‘মেমোরিস’। ‘গানের ডালি’ প্রডাকশনের ব্যানারে নির্মিত এ টেলিফিল্মের মূল গল্প মাহমুদুর রহমান হিমির, পাশাপাশি নাটকটি নির্মাণও করেছেন তিনি। চিত্রনাট্য করেছেন অবয়ব সিদ্দিকী।

নাটকটির গল্পে দেখা যাবে, মেহজাবীন ছাড়া নিশোকে দেখভালের কেউ নেই। দুজন তাদের কাটানো সময়গুলোর ভিডিও রেকর্ড করে রাখেন। একটা সময় নিশোকে ছেড়ে মেহজাবীন অনেক দূরে সরে যান। ওই সময়গুলো নিশো তার রেকর্ডে রাখা ভিডিওগুলো দেখতে দেখতে মেহজাবীন দূরে যাওয়ার কারণ বুঝতে পারে। আর এখানেই গল্পের টুইস্ট! আর এ কারণেই অসংখ্য নাটকের ভিড়ে ‘মেমোরিস’ নাটকটি আলাদা করতে দেখছেন মেহজাবীন। তিনি বলেন, প্রথমে গল্পটা ভালোবাসা এবং খুনসুটির হলেও শেষ দিকে একেবারে অন্যরকম। দর্শক ভাববে এক, কিন্তু হবে আরেক! শেষের দিকে অনেকটা ধাক্কা লাগার মতো। কাজটি ভালো লাগার মতো। পরিচালক হিমি বলেন, ভালোবাসা দিবস মাথায় রেখেই গল্প প্লট। ভালোবাসা দিবসের দিন ১৪ ফেব্রুয়ারি বেলা ২টা ৩০ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচার হবে। এরপরই পাওয়া যাবে ডালি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close