বিনোদন প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০২০

ভারতে সম্মাননা পেলেন টুটুল চৌধুরী

সম্প্রতি ভারতের রাজস্থানে অনুষ্ঠিত হলো ‘ষষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এতে মিজানুর রহমান লাবু পরিচালিত ‘মালা ভাবি’ নামের একটি শর্টফিল্ম প্রদর্শিত হয়। এ ছবিতে অভিনয়ে বাংলাদেশের নাট্যাভিনেতা টুটুল চৌধুরী ইন্টারন্যাশনাল শর্টফিল্ম বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জেতেন। ২২ জানুয়ারি জয়পুরের জওহর কলাকেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়। উৎসব আয়োজকদের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

এ প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘বিদেশের মাটিতে অভিনয়ের জন্য পুরস্কার পাওয়া বেশ আনন্দের। বেশ ভালো লাগছে। ভালো অভিনয়ের জন্য এ পুরস্কার অনুপ্রেরণা হয়েই থাকবে।’

এদিকে এ উৎসবে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটিও প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে উৎসব পরিচালক সোমেন্দ্র হর্ষ পুরস্কার ঘোষণা ও প্রদান করেন। ৫ দিনব্যাপী এই বর্ণাঢ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের ৭২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে ছিল পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র। ‘মালা ভাবি’ ছবিটি স্পেশাল জুড়ি মেনশন ক্যাটাগরিতে বেস্ট ইন্টারন্যাশনাল শর্টফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close