বিনোদন প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০২০

এনটিভিতে আজ সেলিম আল দীনের ‘চুমকী’

‘অধ্যাপক সাহেব পড়াশোনা আর পড়াশোনার মধ্যে জীবনকে পরিচালিত করতে গিয়ে মানসিক যে চাপ তৈরি হচ্ছে মেয়ের ওপর, তা বুঝতে নারাজ তিনি। বোন রিজিয়া ও ডাক্তারের পরামর্শও শুনতে চান না তিনি। দোষারোপ করে ইজিপ্ট থেকে একই কারণে পালিয়ে আসা সুদীপ্তকে। বাবার চাপে স্বর্ণা দিন দিন আপনসত্তা হারাতে থাকে। সারাক্ষণ কানে বাজতে থাকে মুক্ত পাখির গান। সুদীপ্ত বুঝতে চেষ্টা করে স্বর্ণাকে। এক দিন স্বর্ণা পালিয়ে যায় বাড়ি থেকে। অজানা উদ্দেশে যাওয়ার জন্য ট্রেনে উঠে বসে। অনেক খোঁজাখুঁজির পর সুদীপ্তও দৌড়ে গিয়ে ট্রেনে ওঠে। সিদ্ধান্ত নেয় সুদীপ্তর গ্রামের বাড়ি চুমকী যাবে তারা। চুমকী বনের গল্প শোনাতে থাকে সুদীপ্ত। স্বর্ণা মুগ্ধ হয়ে আগ্রহভরে চুমকীতে যাওয়ার জন্য রাজি হয়। তারা সকালে গিয়ে পৌঁছায় সুদীপ্তর আদি বাড়ি চুমকীতে। জাগতিক টান থেকে মানসসত্তাকে মুক্ত করতে চায় দুজন।’ এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘চুমকী’ শিরোনামের একটি খন্ড নাটকের দৃশ্যপট।

সেলিম আল দীনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, জাকিয়া বারী মম, শহিদুল আলম সাচ্চু, মুনিরা মিঠু, শফিক খান দিলু, জামাল রাজা, রেহেনা পারভীন, হিটলার রাজু প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে, আজ রাত ১১টা ২০ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close