বিনোদন প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০২০

দুই বাংলার ১৬ গুণিজনকে সম্মাননা

দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতির ১৬ গুণিজনকে সম্মাননা দিয়েছে পশ্চিম বাংলার সাংস্কৃতিক সংগঠন নিখিলবঙ্গ বাচিক সংসদ ও কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল কালারস বাংলা। পুরস্কারপ্রাপ্তরা হলেন এপার বাংলার কবি অসীম সাহা, সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান, অভিনেতা জিয়াউল হাসান কিসলু ও শহীদুল আলম সাচ্চু, মঞ্চ নাট্যকার ও নির্দেশক কাজী রফিক, নাট্যকার ও গীতিকার সহিদ রাহমান, গীতিকার মহম্মদ হাবিবুল্লাহ ও চলচ্চিত্র অভিনেতা রতন খান, ওপার বাংলার নাট্যকার ও অভিনয়শিল্পী রুদ্র প্রসাদ সেনগুপ্ত, কবি শুভ দাশগুপ্ত, লোকসংগীতশিল্পী শুভেন্দু মাইতি, আবৃত্তিশিল্পী সৌমিত্র মিত্র ও সংগীতশিল্পী মনীষা মুরলী নায়ার।

গত ১৮ জানুয়ারি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, রবীন্দ্রমঞ্চ মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন বাংলা বিধানসভার বিধায়ক শ্রীমতি স্মিতা বক্সি ও কালারস বাংলা টেলিভিশনের হেড অব বিজনেস রাহুল চক্রবর্তী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close