বিনোদন প্রতিবেদক

  ১৬ জানুয়ারি, ২০২০

সন্ধ্যায় শাহবাগে ‘মায়া’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে আজ সন্ধ্যায় দেখানো হবে সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘মায়া’। সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে দেখানো হবে এই আলোচিত চলচ্চিত্রটি। প্রদর্শনীতে নির্মাতা মাসুদ পথিকসহ উপস্থিত থাকবেন এই চলচ্চিত্রের কলাকুশলীরা।

২০১৯ সালের শেষ সিনেমা হিসেবে গত ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মাসুদ পথিকের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘মায়া’। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া, দ্য লস্ট মাদার’। এতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মুমতাজ সরকার (কলকাতা), প্রাণরায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরীসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close