বিনোদন প্রতিবেদক

  ১৫ জানুয়ারি, ২০২০

‘ঘুড্ডি’ থেকে ‘ক্রান্তিকাল’

সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদ অভিনীত ‘ঘুড্ডি’ সিনেমর কথা দর্শক এখনো ভোলেনি। সুখবর হচ্ছে, সৈয়দ সালাহউদ্দীন জাকি পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমার সিক্যুয়াল হবে এবার। নতুন এ সিনেমাও পরিচালনা করবেন জাকি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানান জাকি। তিনি বলেন, সিনেমাটি নির্মাণ করবেন নতুন শিল্পীদের নিয়ে। এটি প্রযোজনা করবেন জসীম আহমেদ। সালাহউদ্দীন জাকি অনুষ্ঠানে আরো বলেন, ‘আমি এমন শিল্পী চাই, যারা টানা শিডিউল দেবেন। এ সিনেমায় নায়কের নাম হবে ঋষি। খলনায়কও নেওয়া হবে আশপাশ থেকে। সিনেমাটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘ক্রান্তিকাল’। ‘ঘুড্ডি’-এর শেষ থেকে এটি শুরু হবে। আশির দশক থেকে বর্তমান সময় পর্যন্ত এর গল্প হবে। তবে আলাদা কোনো সেট নির্মাণ করা হবে না এতে। শুটিং শুরু হবে মাসখানেকের মধ্যে।

উল্লেখ্য, ‘ঘুড্ডি’ মুক্তি পায় ১৯৮০ সালের ১৯ ডিসেম্বর। এতে অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা। এটি তার প্রথম চলচ্চিত্র ছিল। এ ছাড়া অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ, নাসির উদ্দীন ইউসুফ, তারিক আনাম খান, নায়লা আজাদ নূপুর, সৈয়দ হাসান ইমামসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close