বিনোদন প্রতিবেদক

  ১২ ডিসেম্বর, ২০১৯

ফিরলেন সোনিয়া, ইচ্ছা আছে গাইবার

বাংলাদেশে প্রথমবার আয়োজিত গানের রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর এক বিস্ময়ের নাম ছিল সোনিয়া। যদিওবা তিনি গ্র্যান্ড ফিনালেতে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। কিন্তু সোনিয়া তার অসাধারণ গায়কি আর নিজের ফ্যাশনসচেতন শিল্পী হিসেবে নিজেকে সবার থেকে আলাদা করে তুলেছিলেন। স্টেজ শোগুলোতেও তার চাহিদা ছিল শীর্ষে। কিন্তু একজন সংগীতশিল্পী হিসেবে খ্যাতির চূড়ায় থেকেও জীবনের প্রয়োজনে চলে যান কানাডা। ২০০৯ সালের ৯ আগস্ট সোনিয়া বিয়ে করেন জাহির আহমেদ পলাশকে। দুই সন্তান আয়েশা ও হামযাকে নিয়ে বেশ সুখে আছেন সোনিয়া। চার বছর পর সোনিয়া গেল ৯ ডিসেম্বর রাতে দেশে ফিরেছেন। গতকাল তিনি খুলনায় নিজ গ্রামে বাবা-মার কাছে গেলেন। প্রায় দুই মাস দেশে থাকবেন তিনি। দেশে থাকার এ সময়ে গান গাওয়ার আগ্রহ আছে কি নাÑ জানতে চাইলে সোনিয়া বলেন, ‘সত্যি বলতে কী ২০১৫ সাল থেকে গান গাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। তবে যেহেতু দেশে ফিরেছি বহু দিন পর, তাই যদি গানের কথা এবং সুর ভালো লাগে তবে অবশ্যই গাইব আমি। কিন্তু মিউজিক ভিডিওতে কিংবা কোনো টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কোনো আগ্রহ নেই। নিজের কণ্ঠটাকেই শুধু গানের জন্য ব্যবহার করার ইচ্ছা রয়েছে।’ জনপ্রিয়তার পরও গান থেকে নিজেকে সরিয়ে নিজের একটু কি কষ্ট লাগে না?Ñ এমন প্রশ্নের জবাবে সোনিয়া বলেন, ‘যে সময়টায় আমি গানেই ব্যস্ত ছিলাম, সেই সময় কিন্তু কল্পনাও করিনি গান এক দিন আমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু একসময় গান গাওয়া ছেড়েই দিলাম। কারণ খ্যাতির মোহে পড়ে থাকিনি কখনোই আমি। আমি আমার সংসার জীবন নিয়ে বেশ সুখে আছি, ভালো আছি, ব্যস্ত আছি। আলহামদুলিল্লাহ।’ এদিকে খুলনার মেয়ে সোনিয়া বিভিন্ন সময়ে গানে নিজেকে গড়ে তুলেছেন ওস্তাদ এম এ লতিফ খান, গোলাম রসূল, আলী আহমেদ ও হানিফ স্যারের কাছে। গানে তার আদর্শ, অনুপ্রেরণা রুনা লায়লা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close