বিনোদন প্রতিবেদক

  ২২ নভেম্বর, ২০১৯

আজ অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ‘জানবাজ’

দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে কলকাতার বাংলা সিনেমা ‘জানবাজ’। বনি সেনগুপ্ত ও কৌশনী মুখার্জি জুটির নতুন এ সিনেমা এ দেশে মুক্তির সার্বিক দায়িত্ব রয়েছে হার্টবিট প্রডাকশন হাউসের। বিনিময়ে ওপারে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা হার্টবিট প্রযোজিত ‘মনে রেখো’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ সিনেমা গেল বছর ঈদে মুক্তি পেয়েছে।

হার্টবিট প্রডাকশনের কর্ণধার তাপসী ফারুক বলেন, ১১ নভেম্বর জানবাজ বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্রও লাভ করেছে। তাই আজ শুক্রবার মুক্তিতে কোনো বাধা নেই। দেশের মানসম্মত অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে জানবাজ। গত ২৫ অক্টোবর কলকাতায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। কলকাতার বেশির ভাগ মূলধারার সিনেমার নকলের কথা শোনা গেলেও ‘জানবাজ’ একেবারে মৌলিক গল্পে নির্মিত। একটি কয়লার খনিকে কেন্দ্র করেই এ সিনেমার গল্প।

অন্যদিকে কলকাতার ‘জানবাজ’ এ দেশে মুক্তির বিনিময়ে সেখানে চলবে ‘মনে রেখো’। গেল বছর ঈদে মুক্তিপ্রাপ্ত মাহিয়া মাহি অভিনীত এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ সিনেমা তৈরিতে লগ্নি করে হার্টবিট প্রডাকশন হাউস। মজার ব্যাপার হচ্ছে, বিনিময়ের মাধ্যমে আনা-নেওয়া দুটির ছবিরই নায়ক বনি সেনগুপ্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close