বিনোদন প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০১৯

‘পুরস্কারে এক ধরনের উৎসাহ তৈরি হয়’

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। অভিনয় ও নির্মাণের পাশাপাশি লেখালেখিতে রয়েছে তার বিশেষ দক্ষতা। সেই ধারাবাহিকতায় মঞ্চের জন্য আবার নতুন একটি নাটক লিখেছেন তিনি। তবে নাটকটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি।

তৌকীর বলেন, মঞ্চের জন্য অনেক দিন পর নাটক লিখেছি। তবে এখনো এটির নাম চূড়ান্ত করিনি। নতুন বছরে নাট্যকেন্দ্রের ব্যানারে নাটকটি মঞ্চে আসবে। এ বিষয়ে এখন আর বেশি কিছু বলতে চাই না। এর আগে ‘প্রতিসরণ’ ও ‘ইচ্ছা মৃত্যু’ নামে দুটি নাটক লিখেছিলাম মঞ্চের জন্য।

এদিকে এ অভিনেতা ২০১৭ সালের ‘হালদা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী ৮ ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে এ অভিনেতা বলেন, “পুরস্কার পাওয়ার জন্য তো কাজ করি না। তবে পুরস্কার পাওয়ায় এক ধরনের উৎসাহ তৈরি হয় ভালো কিছুর জন্য। এর আগে ‘জয়যাত্রা’, ‘দারুচিনি দ্বীপ’ এবং ‘অজ্ঞাতনামা’ ছবির জন্যও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলাম। আগামীতেও এভাবে ভালো কাজ করতে চাই দর্শকের জন্য। দর্শকের ভালোবাসাই একজন নির্মাতা ও অভিনেতাকে সামনে যাওয়ার সাহস জোগায়।”

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close