বিনোদন প্রতিবেদক

  ১৪ নভেম্বর, ২০১৯

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ জাদুঘর : শাওন

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ জাদুঘর নির্মাণ করা হবে। জাদুঘরের স্থান নির্বাচন ও ডিজাইনও করা হয়েছে বলে জানিয়েছেন লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

গতকাল গাজীপুরের নুহাশ পল্লীতে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি অর্থাভাবে নয়, উদ্যোক্তার অভাবে হুমায়ূন আহমেদ ক্যানসার হাসপাতাল বাস্তবায়ন হচ্ছে না বলেও দাবি করেন।

শাওন বলেন, ‘ক্যানসার হাসপাতাল অনেক বিশাল ব্যাপার। এর দায়িত্বটাও বিশাল। আমার একার পক্ষে পুরো দায়িত্ব নেওয়া সম্ভব না। হুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকে সম্মিলিত উদ্যোগ ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব না।’

এদিকে গতকাল সকালে মেহের আফরোজ শাওন তার দুই ছেলে নিশাদ-নিনিতসহ আত্মীয়স্বজন ও ভক্তদের নিয়ে নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিনের কেক কাটেন। এর আগে কিংবদন্তি এই কথাসাহিত্যিকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close