বিনোদন প্রতিবেদক

  ১০ নভেম্বর, ২০১৯

ডিসেম্বরে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

আগামী ৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘পঞ্চদশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত উৎসবটি চলবে ৭ দিনব্যাপী। এতে ৪৫টি দেশ থেকে প্রায় ৫০০ চলচ্চিত্রের মধ্যে বাছাইকৃত ২ শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবে অফিসিয়াল নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, জার্মান কনটেম্পোরারি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ফরাসি চলচ্চিত্র, লিথুনিয়ান চলচ্চিত্র, আফ্রিকান চলচ্চিত্র, এফটিআই চলচ্চিত্র, সিআইএস চলচ্চিত্র, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট ও এশিয়ান ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র বিভাগে চলচ্চিত্রগুলো দেখনো হবে। এছাড়া ফিকশন, ডকুমেন্টারি, নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড ও তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্ট বিভাগে চলচ্চিত্রগুলো প্রতিযোগিতা করবে। রেট্রোস্পেকটিভ বিভাগে ভারতীয় নির্মাতা কুমার সাহানী ও কমল স্বরুপের আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবটি উৎসর্গ করা হয়েছে আব্বাস কিয়রোস্তামি, মায়া ডেরেন, জনাস মেকাস, এগনেস ভারদা, মৃণাল সেন, সাইদুল আনাম টুটুল, আনোয়ার হোসেনকে।

জাতীয় গণগ্রন্থাগার, জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার ও কর্মশালাগুলো অনুষ্ঠিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close