বিনোদন প্রতিবেদক

  ০৭ নভেম্বর, ২০১৯

রবীন্দ্রসংগীতে বিশেষ অবদানের জন্য বন্যাকে সম্মাননা

রবীন্দ্রসংগীতে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার পাচ্ছেন কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ পুরস্কার তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ। আয়োজক ঢাকাস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র থেকে জানানো হয়, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশনের অ্যালামনাই পুরস্কারটি পাচ্ছেন বিশ্বভারতীর সাবেক ছাত্রী বন্যা। পাশাপাশি এদিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন তিনি ও তার গানের সংগঠন সুরের ধারা। উপমহাদেশের বরেণ্যশিল্পী বন্যা রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারে গড়ে তোলেন গানের স্কুল ‘সুরের ধারা’। পাশাপাশি প্রতিষ্ঠা করেন ‘সুরের ধারা কলেজ অব মিউজিক’। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে নানা অবদানের জন্য পেয়েছেন নানা পুরস্কারও। ২০১৬ সালে তিনি স্বাধীনতা পুরস্কার সম্মাননা পান। ২০১৭ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’ লাভ করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close