বিনোদন প্রতিবেদক

  ০৪ নভেম্বর, ২০১৯

নাটকের নাম-ভূমিকায় বিজরী

অভিনয়ের পথে চলতে চলতে জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকত উল্যাহ নিজেকে এমন এক অবস্থানে নিয়ে গেছেন, যেখানে নির্মাতারা একটু ব্যতিক্রম এবং চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য তার ওপর অনায়াসে নির্ভর করতে পারেন। নির্মাতা সকাল আহমেদের নির্দেশনায় দীর্ঘদিন ধরে ধারাবাহিক এবং খন্ডনাটকে নিয়মিত কাজ করে আসছেন বিজরী। এবার তারই নির্দেশনায় নাটকের একেবারে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। কাজী রিটন রচিত ও সকাল আহমেদের পরিচালনায় ‘আপা’ নাটকে আপা চরিত্রেই অভিনয় করেছেন বিজরী বরকত উল্যাহ। এরই মধ্যে নাটকটির নির্মাণকাজও শেষ হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী সুজাতা, ইন্তেখাব দিনার, নাজিরা মৌ, ইরফান সাজ্জাদ। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ প্রযোজিত ‘আপা’ নাটকটি আজ রাত ১০টায় একুশে টিভিতে প্রচার হবে। নাটকটির গল্প প্রসঙ্গে এবং আপা চরিত্রে বিজরী বরকত উল্যাহকে নেওয়া প্রসঙ্গে সকাল আহমেদ বলেন, ‘আপা একটি নি¤œ মধ্যবিত্ত সাধারণ পরিবারের গল্পের নাটক। বাবাবিহীন একটি পরিবারকে আপা কীভাবে আগলে রাখে, তারই গল্প। নিজের সুখ-আনন্দকে উপেক্ষা করে মা, ছোট ভাই আর বোন নিয়ে যখন সুখেই দিন কাটাচ্ছিল; তখনই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। নিজের জীবনের একমাত্র মানুষ দিনারও তাকে অবহেলা করে। অসহায় হয়ে যায় মেয়েটি, অসহায় হয়ে যায় আপা। আপা চরিত্রটির জন্য বিজরীকে চূড়ান্ত করার কারণ একটিই। গল্প, চরিত্র এবং চরিত্রটিকে ধারণ করার ক্ষমতা আমি প্রথম তার মধ্যেই খুঁজে পেয়েছি। তাছাড়া দীর্ঘদিন তার সঙ্গে কাজ করতে গিয়ে তার অভিনয় সম্পর্কে আমি জানি এবং তার সঙ্গে সম্পর্কটাও বন্ধুত্বপূর্ণ। মূলকথা বিজরীর ওপর চরিত্রটির জন্য নির্দ্বিধায় নির্ভর করা যায়।’ বিজরী বরকত উল্যাহ বলেন, ‘আপা এমনই একটি গল্প, যা আমাদের সমাজে সচরাচর ঘটে থাকে। যে কারণে জীবনের সঙ্গে সম্পর্কিত এই গল্পের নাটকে কাজ করতে গিয়ে আমি নিজেও আবেগাপ্লুত হয়েছি। অনেক দর্শকই এই গল্পের সঙ্গে নিজের জীবনের সাদৃশ্যতা খুঁজে পাবেন। আর একজন পরিচালকের সঙ্গে দীর্ঘদিন কাজ করতে করতে পরিচালক কী চান বা না চান; তা খুব সহজেই উপলদ্ধি করা যায়। যে কারণে কাজটি অনেক উপভোগ্য হয়ে উঠেছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ এদিকে বিজরী বরকত উল্যাহ নিয়মিত শিহাব শাহীনের ‘বেমানান’ ধারাবাহিকে অভিনয় করছেন। এ ছাড়াও দুরন্ত টিভিরর জনপ্রিয় ধারাবাহিক ‘বাবা থাকে বাসায়’ নাটকেও অভিনয় করেন তিনি। বিজরী বরকত উল্যাহ মাসুদ হাসান উজ্জ্বলের নির্দেশনায় ওয়েব সিরিজ ‘পাপ ডেডি’তেও অভিনয় করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close