বিনোদন প্রতিবেদক

  ৩০ অক্টোবর, ২০১৯

হুমায়ূন আহমেদের বই নিয়ে গান

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদ। আগামী ১০ নভেম্বর তার জন্মদিন। এ উপলক্ষে সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও তাসনিম আনিকা হুমায়ূন আহমেদের লেখা জনপ্রিয় ২৯টি বইয়ের নাম নিয়ে একটি গান করছেন। গানটি লিখেছেন নীল মাহবুব এবং সুর-সংগীত করেছেন শরীফ সুমন ও অদিত। এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ হয়েছে। গানটি ভিডিও নির্মাণ করেছেন তরুণ সংগীতশিল্পী মাহতিম সাকিব। মডেল হয়েছেন নাহিদ আফরোজ সুমী। গানটি প্রসঙ্গে ইউসুফ আহমেদ খান বলেন, ‘শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা নিয়েই এই গানটিতে কণ্ঠ দেওয়া। বলা যেতে পারে, এটি একটি এক্সপেরিমেন্টাল কাজ। আমরা যারা এই গানটির সঙ্গে সম্পৃক্ত; সবাই যার যার অবস্থানে থেকে মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। গানটিতে শাস্ত্রীয় ও ওয়েস্টার্ন মিউজিকের মেলবন্ধন আছে। যে কারণে গানটি এক অন্যরকম দোতনার সৃষ্টি করবে শ্রোতা-দর্শকের মধ্যে। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে। ধন্যবাদ সাউ-হ্যাকারকে এ ধরনের একটি গান সৃষ্টির জন্য।’ আনিকা বলেন, ‘আমার জন্য এটা এক অন্যরকম ভালো লাগার কাজ। কারণ গানটি শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যারকে নিয়ে করা। আমি তার ভীষণ ভক্ত। যদিওবা গানটি অনেক কঠিন ছিল। তার পরও আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে গানটি গাওয়া যায়। গানটি গাওয়ার সময় ইউসুফ ভাই ভীষণ সহযোগিতা করেছেন। তার কারণেই মূলত বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে গাইতে পেরেছি। গানটির জন্য আমি ভীষণভাবে অপেক্ষা করছি। কারণ এই গানটি আমার জন্য এক অন্যরকম কিছু।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close