বিনোদন প্রতিবেদক

  ২৯ অক্টোবর, ২০১৯

উত্তরায়ণের আয়োজনে ‘ইউরোপে রবীন্দ্রনাথ’

বাঙালিদের বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন রবীন্দ্রনাথ। কবিগুরুর অমিয় বাণী আর সুরে বাঙালি উদ্দীপনা খুঁজে পায়। প্রতিবাদের হাতিয়ার করে সেই বাণী আর সুরকে, কবিগুরু রবীন্দ্রনাথের শিল্পানুরাগীদের সামনে গত ৯ বছর ধরে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করে চলেছে সংগীত সংগঠন ‘উত্তরায়ণ’। রবীন্দ্রসংগীত চর্চা ও বিকাশের এই সংগঠনটির প্রতিষ্ঠার নবম বার্ষিকী উদযাপন হচ্ছে ২ নভেম্বর শনিবার। এ দিন শাহবাগের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হবে ‘ইউরোপে রবীন্দ্রনাথ’ শীর্ষক বিশেষ গীতি আলেখ্য। এ দিন সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিতব্য ভিন্ন ধারার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে থাকছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই। বিষয়টি নিশ্চিত করেন উত্তরায়ণ-এর পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম। এই আয়োজন প্রসঙ্গে লিলি ইসলাম বলেন, প্রতি বছরই রবীন্দ্রনাথ ও তার গানকে আমরা নানাভাবে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন সাজিয়েছি তার ইউরোপ ভ্রমণের সময় রচিত গানগুলো দিয়ে। কবিগুরু অসম্ভব ভ্রমণপিপাসু মানুষ ছিলেন। শুধুই ভ্রমণ-ই করতেন তা নয়, যখন যে দেশে গেছেন সে দেশ সম্পর্কে যথেষ্ট অবহিত হয়েছেন। তার লেখনীতে বারবার সে দেশের সমাজ, রাজনীতি, প্রকৃতি ও মানুষের সঙ্গে তার সম্পর্ক নানাভাবে ওঠে এসেছে। আমরা এবার চেষ্টা করেছি তার ইউরোপ ভ্রমণকালে রচিত ২০টি গান ও গল্প সবার সামনে তুলে ধরার। আশা করছি সবার ভালো লাগবে।’ এদিকে ‘ইউরোপে রবীন্দ্রনাথ’ পরিকল্পনা ও পরিচালনা করেছেন লিলি ইসলাম। সংগীত পরিচালনা করেছেন হিমাদ্রী শেখর। পাঠ ও আবৃত্তিতে থাকছেন ভাস্বর বন্দোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। সংগীত পরিবেশন করবেন উত্তরায়ণের সদস্যরা। পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close