বিনোদন প্রতিবেদক

  ২৪ অক্টোবর, ২০১৯

১৪ নভেম্বর বসছে ফোকফেস্টের পঞ্চম আসর

প্রতি বছরের মতো এবারও বসতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত এ অনুষ্ঠানের এবার পঞ্চম আসর। গত চার বছরের পরিক্রমায় এর মাঝেই সংগীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। আগামী ১৪-১৬ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দর্শক উপভোগ করবে দেশ-বিদেশের সেরা লোকসংগীতশিল্পীদের

শেকড় সন্ধানী গান। এমনটাই জানালেন ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্টের আয়োজক সান ফাউন্ডেশন। গতকাল রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিস্তারিত জানান আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মো. সাঈদ এবং প্রখ্যাত লোকসংগীতশিল্পী, সংগীত গবেষক ফকির শাহাবুদ্দিন।

এ সময় আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, এই আয়োজন আমাদের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার একটি প্রয়াস। ২০১৫ সালে প্রথম শুরু করার প্রধান কারণ এটিই। আন্তর্জাতিকভাবে পরিচিতির জন্য দেশি-বিদেশি শিল্পীদের আমরা একই মঞ্চে তুলে ধরছি। প্রতিবারের মতো এবারও সবার সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ৬ দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলী জড়ো হচ্ছেন একই মঞ্চে। এর মাঝে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন বাংলাদেশের শাহ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, বাউলিয়ানার কামরুজ্জামান রাক ও শফিকুল ইসলাম, প্রেমা ও ভাবনা নৃত্য দল; ভারতের দলের মেহেন্দি, পাকিস্তানের জুনন ও হিনা নাসরুল্লাহ, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে অ্যান্ড হামাদ।

প্রতিবারের মতো এবারও দর্শক বিনামূল্যে শুধু অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হবে ৬ নভেম্বর থেকে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এজন্য দর্শককে dhakainternationalfolkfest.com ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের স্ক্যান কপি। রেজিস্ট্রেশন-সম্পন্ন হলে দর্শকের ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close