বিনোদন প্রতিবেদক

  ২২ অক্টোবর, ২০১৯

সর্বকনিষ্ঠ প্রার্থী জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী চিত্রনায়ক জয় চৌধুরী। এবারই প্রথমবার তিনি নির্বাচন করছেন, লড়ছেন কার্যনির্বাহী পদে। আগামী ২৫ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে জয় বলেন, ‘আমি ছোটবেলা থেকেই বিভিন্ন উন্নয়নমূলক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে সাংগঠনিকভাবে জড়িত ছিলাম। এখনো আছি। গত দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো প্যানেলে না থেকেও সমিতির সঙ্গে সব সময় জড়িত ছিলাম। আমি দুই বছরে শিখেছি কীভাবে শিল্পীদের পাশে থাকা যায়।’ জয় আরো বলেন, ‘আমি মনে করি ভালো কিছু করতে গেলে আসনের দরকার হয় না, তবে কিছু কিছু স্থানে আসনটা আবার ভীষণভাবে জরুরি। কারণ শিল্পীদের হয়ে কথা বলার জন্য, শিল্পীদের অধিকার চাওয়ার জন্য। আমি আশাবাদী সবার কাছে দোয়া প্রার্থী।’ এদিকে ডিপজলের প্রযোজনায় ‘এক জবান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জয়ের। এরপর ‘ভালোবাসলে দোষ কী তাতে’, ‘আজব প্রেম’, ‘হিটম্যান’, ‘চিনি বিবি’, ‘ক্ষণিকের ভালোবাসা’ এবং সর্বশেষ জয় অভিনীত ‘অন্তর জ্বালা’ ছবিটি মুক্তি পায়। শুটিং শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু চলচ্চিত্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close