বিনোদন প্রতিবেদক

  ২২ অক্টোবর, ২০১৯

সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি

মৌসুমী

আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। শিল্পী সমিতির ইতিহাসে এবারই প্রথম কোনো নায়িকা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি হলেন প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী। এবারের নির্বাচনে তিনি সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমি একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি। শিল্পীদের, ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। প্রশাসনের সহযোগিতা চাইছি, যাতে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে পারেন। নির্বাচন কমিশনের সহযোগিতা চাইছি। শিল্পীদের প্রতি, ভোটারদের প্রতি বিশেষত বলছি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার খুব প্রয়োজন। এ মুহূর্তে আপনারা আপনাদের দোয়া ও ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমার অনুরোধ রইল, আপনাদের প্রতি, আমাকে আগামী ২৫ অক্টোবর ভোটের মাধ্যমে সমর্থন দিন, আপনাদের সেবা করার সুযোগ দিন।’

তিনি আরো বলেন, ‘আমি শিল্পীদের তাদের আত্মসম্মানের জায়গায় দেখতে চাই, শিল্পীদের আত্মমর্যাদা রক্ষার জন্যই আমি কাজ করে যাব ইনশাআল্লাহ।’

এদিকে মৌসুমী জানিয়েছেন, শিল্পী সমিতি থেকে তিনি ভোটারদের মুঠোফোন নম্বরসহ যে তালিকাটি পেয়েছেন তাতে প্রায় ২৫০ জন ভোটারের নম্বরই ভুল। তাই সঠিক নম্বরগুলো সংগ্রহ করে সময় করে ভোটারদের ফোন করতে হচ্ছে।

প্রসঙ্গত, নির্বাচনে সভাপতি পদে মৌসুমীর বিপরীতে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন গতবারের সভাপতি অভিনেতা মিশা সওদাগর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close