বিনোদন প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৯

‘শিল্প বাড়ি’তে লুবনা মরিয়ম

বাংলাদেশের নৃত্য গবেষক ও বিশিষ্ট নৃত্যশিল্পী লুবনা মরিয়ম। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গানের মাধ্যমে যুদ্ধ করেছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন গর্বিত সৈনিক। পরিবার তার পিতা কাজী নুরুজ্জামান বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে একজন সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন চিকিৎসক, ক্যানসার বিশেষজ্ঞ। ঢাকার ‘সাধনা’ (এ সেন্টার ফর দ্য অ্যাডভান্সড অব সাউথ এশিয়ান কালচার) নামের একটি সংগঠনের অন্যতম প্রধান লুবনা। বেসরকারি টিভি চ্যানেল ‘শিল্প বাড়ি’-এর এবারের পর্বের অতিথি হয়ে আসছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠযোদ্ধা লুবনা মরিয়ম। জীবনের নানা ঘটনা, দুর্ঘটনা, হাসি-আনন্দ আর বেদনার কথা বলবেন ‘শিল্পবাড়ি’ অনুষ্ঠানে।

সাহিত্যিক মনি হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কবি আদিত্য নজরুল। অনুষ্ঠানটি আজ রাত ৮টা ১৫ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close