বিনোদন প্রতিবেদক

  ১৭ অক্টোবর, ২০১৯

কেরানীগঞ্জ মাতালেন তারা

ঢাকার কেরানীগঞ্জ মাতালেন এ প্রজন্মের জনপ্রিয় দুই সংগীতশিল্পী স্বপ্নীল সজিব ও তামান্না প্রমি। এ ছাড়া সেখানে নেচে গেয়ে মঞ্চ মাতান অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ। গত মঙ্গলবার কেরানীগঞ্জের বাক্তারচর স্কুল অ্যান্ড কলেজের ২৫ বছর পূর্তি ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধায় অংশ নেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

এ বিষয়ে স্বপ্নীল সজিব বলেন, আমি, নজরুল রাজ ও প্রমি গিয়েছিলাম কেরানীগঞ্জের বাক্তারচর স্কুলের একটি অনুষ্ঠানে। আমাদের ভালো লেগেছে এমন আয়োজনে অংশগ্রহণ করে। কারণ প্রতিটি গানের সঙ্গেই দর্শকদের এত সাড়া পেয়েছি। বিশেষ করে এলাকার স্থানীয়রা এবং স্কুলের শিক্ষার্থীরা মিলিয়ে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নিয়েছে। তারা আমাদের সঙ্গে জনপ্রিয় গানগুলোতে ঠোঁট মিলান। টানা তিন ঘণ্টা আমরা গান পরিবেশন করি। এদিকে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের অধ্যক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close