বিনোদন প্রতিবেদক

  ১৩ অক্টোবর, ২০১৯

মাকে নিয়ে নীশিতার গান

নীশিতা বড়–য়া এমনই একজন সংগীতশিল্পী যার সুরেলা কণ্ঠ কানে পৌঁছা মাত্রই অনুমেয় হয় যে এটা নীশিতার গান। কারণ সমসাময়িক শিল্পীদের মধ্যে তার সুরের ধারা সবচেয়ে ব্যতিক্রম। কথা ছিল চলতি বছর মা দিবসে মাকে নিয়ে একটি গান ভক্ত-শ্রোতাদের উপহার দেবেন। কিন্তু নানা ব্যস্ততায় সেই গানটি যথাযথ সময়ে প্রকাশের সময় সুযোগ হয়ে উঠেনি। পৃথিবীর সব মাকে উৎসর্গ করে অবশেষে সেই গানটি প্রকাশ পেল গত শুক্রবার।

গানটির কথা হচ্ছে ‘আমার এক পাল্লাতে পৃথিবী দাও, এক পাল্লাতে মা, তবু মায়ের দামে পৃথিবীটাও কিনতে চাইনা, আমার মা হইলো মায়ের তুলনা।’ গানটি প্রকাশের শুরুর মুহূর্ত থেকেই নীশিতা আশাতীত সাড়া পাচ্ছেন বলে জানান। তবে এ গানের আরো একটি বিশেষত্ব হচ্ছে মাকে নিয়ে গাওয়া গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নীশিতা বড়–য়া নিজেই। নীশিতা জানান, মাঝে মাঝে বিভিন্ন ধরনের ভিডিও নির্মাণ করেন তিনি। সেসব সম্পাদনার কাজ, কালার গ্রেডিংয়ের কাজও করেন তিনি। কিন্তু এবারই প্রথম মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি। নীশিতা বলেন, ‘আমার মা’ই আমার কাছে পৃথিবী। তাই মাকে নিয়ে গাওয়া এই গানটি গেল মা দিবসে প্রকাশের ইচ্ছে ছিল। কিন্তু সে সময় প্রকাশ পেলে তা খুব তাড়াহুড়া করেই করা হতো, যা আমার নিজেরই ভালো লাগছিল না। যে কারণে একটু সময় নিয়ে গানটি প্রকাশ করেছি। মিউজিক ভিডিও নির্মাণ করেছি আমি নিজেই। তবে এটা নিয়মিত করতে চাই না। কারণ অনেক কাজ একসঙ্গে করলে আইডিনটিটি ক্রাইসিসে পড়তে হয়। বরং গানেই পূর্ণ মনোযোগ দিতে চাই। মা গানটি শোনার জন্য বিশেষ অনুরোধ রইল।’ গানটি প্রকাশিত হয়েছে পরাণের গান ইউটিউব চ্যানেলে। লিখেছেন এবং সুর করেছেন জাহাঙ্গীর রানা এবং সংগীতায়োজন করেছেন জাহিদ হাসান বাবু। এদিকে আরেকটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নীশিতার নতুন গান ‘মেঘলা আকাশ’। নীশিতা জানান, গানটির সুর সংগীতায়োজন করেছেন কলকাতার অভিজিৎ সরকার। লিখেছেন জুলফিকার জাহেদী। সম্প্রতি যুক্তরাজ্যে স্টেজ শোর মাধ্যমে দর্শকদের মাতিয়ে এসেছেন নীশিতা। অক্টোবরের শেষপ্রান্তে নীশিতা উড়াল দিচ্ছেন ফ্রান্সের উদ্দেশ্যে। সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন বলে জানান তিনি। শিগগিরই নীশিতা আরো নতুন নতুন গান নিয়ে উপস্থিত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার কণ্ঠে আরতি মুখার্জির ‘তখন তোমার একুশ বছর’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রতিটি স্টেজ শোতেই তাকে এখন এই গানটি গাইতে হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close