বিনোদন প্রতিবেদক

  ১২ অক্টোবর, ২০১৯

‘আমরা গরিব হলেও ফকির না’

একশ্রেণির মানুষ আছে যারা দেশের যেকোনো সমস্যার সময়ে ফেসবুকে লিখে, ‘এই দেশে আর থাকব না’। এবার তাদের উদ্দেশে অভিনেত্রী শবনম ফারিয়া তার নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, একদল মানুষ আছে, কোনো একটা ঘটনা ঘটলেই স্ট্যাটাস মারে, ‘এই দেশে আর থাকতে চাই না’, ‘এই দেশের ভবিষ্যৎ নাই’ ব্লা, ব্লা... এজ ইফ, সব দেশের দোষ, দেশ শিখায় দিছে তুমি বদ হও, চুরি বাটপারি করো, খুনখারাবি করো! আর দুনিয়ার কোনো দেশে খারাপ কোনো ঘটনা ঘটে না? একটু গুগল করে বিভিন্ন দেশের ক্রাইম রেট একটু দেইখেন তো! বাই দা ওয়ে, ওঊখঞঝ-এ ৮ ওঠায় তারপর স্ট্যাটাস মাইরেন এই দেশে থাকতে চান না!”

ফারিয়া বলেন, ‘তার আগে অনর্থক দেশকে ব্লেইম না করে দু-চারটা ভালো কাজ করার ট্রাই করেন! দুটা বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেন, দুটা গাছ লাগান, বাসার চারপাশ পরিষ্কার রাখেন, ছেলেমেয়েদের নৈতিক শিক্ষা দেন...। ৮-১০ বছর পর দেখবেন মানুষ বাংলাদেশের সিটিজেনশিপ চায়, সেক্ষেত্রে অবশ্য আমরা গরিব হলেও ফকির না, আমরা অন্য দেশের মানুষকে সিটিজেনশিপ দেই না!’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close