বিনোদন প্রতিবেদক

  ১১ অক্টোবর, ২০১৯

তিমির নন্দীর ‘মেঘলা দুচোখ’

সংগীতজীবনের ৫০ বছর

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী তিমির নন্দী। এই কণ্ঠযোদ্ধা সংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করেছেন। বর্ণাঢ্য এই জীবনের সুবর্ণজয়ন্তীতে প্রকাশ হতে যাচ্ছে অ্যালবাম ‘মেঘলা দুচোখ’। আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিমির নন্দী বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর অ্যালবাম প্রকাশ করছি। এখানে মোট ১৪টি গান থাকছে। আধুনিক গানে সাজানো এটি। সব সুর আমারই করা।’

গানগুলো লিখেছেন আয়েত হোসেন উজ্জ্বল, খোকন সিরাজুল ইসলাম, মো. রফিকুল হাসান, জাহিদ খান, হারুন মো. আফজাল, সৈকত বিশ্বাস, এস এম আব্দুর রহিম, ইমতিয়াজ ইকরাম, হামিদুল্লাহ দুলাল ও আলী আসকার নুটু। গানগুলোর শিরোনাম হলো- ‘দুটি পাখি মিলে বাঁধে’, ‘ভালোবেসে সবাই যদি’, ‘আমার মেঘলা দুচোখ’, ‘সিঁদুরে মানায় ভালো’, ‘যখন ডেকেছি কাছে’, ‘জীবনের বাঁকে যদি’ প্রভৃতি।

‘মেঘলা দুচোখ’ অ্যালবামটি প্রকাশ করছে জি সিরিজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close