বিনোদন প্রতিবেদক

  ০৯ অক্টোবর, ২০১৯

শেষ হচ্ছে ধারাবাহিক ‘দুলাভাই জিন্দাবাদ’

গেল বছরের জুন মাসে দেশটিভিতে প্রচার শুরু হয়েছিল শাহীন সরকার পরিচালিত ধারাবাহিক ‘দুলাভাই জিন্দাবাদ’। মানস পাল রচিত হাসির এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন আল মনসুর, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, নিলয় আলমগীর, শারমীন জোহা শশী, মনিরা মিঠু, তারিক স্বপন, অধরা জাহান, স্নিগ্ধা শ্রাবণ, শফিক খান দিলু, মিলন ভট্টাচার্য্য, আমিন আজাদ, শেলী আহসানসহ অনেকে। এরই মধ্যে নাটকটির শেষ লটের শুটিংও শেষ হয়েছে রাজধানীর অদূরে পুবাইলে একটি শুটিং হাউসে। ১৫৯ পর্ব প্রচারের মধ্য দিয়ে দর্শকপ্রিয় এই কমেডি ঘরানার ধারাবাহিক নাটকটির প্রচার শেষ হবে চলতি সপ্তাহে নতুবা আগামী সপ্তাহে। ২০১৮ সালের ১০ জুন প্রথম পর্ব দেশ টিভিতে প্রচার হয়। শুরু থেকেই নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। কিন্তু দর্শকপ্রিয়তা থাকার পরও অবশেষে নাটকটি প্রচার শেষ হয়ে যাচ্ছে, যেমন করে অনেক নাটক জনপ্রিয় হয়ে ওঠার পরও প্রচার শেষ করতে হয়।

নাটকটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু। মুঠোফোনে কলকাতা থেকে তিনি বলেন, ‘এই নাটকে আমরা যারা অভিনয় করেছি তারা অন্য আরো বেশ কিছু ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করি। কিন্তু আমার বিশেষত বলার আছে পরিচালক শাহীন সরকারকে নিয়ে। তিনি খুব শান্তশিষ্ট, বিনয়ী একজন মানুষ। অনেক পরিচালক আছেন নিজেকে জাহির করার জন্য অযথাই সেটের মধ্যে চিৎকার চেঁচামেচি করেন। কিন্তু শাহীন এমন নয়। খুব ধীরে-সুস্থে ধরে ধরে নাটকটি যতœ নিয়ে নির্মাণের চেষ্টা করেছেন। আমার কাছে তার নির্দেশনা খুব ভালো লেগেছে। আগামীতেও তার নির্দেশনায় আমি কাজ করতে আগ্রহী।’

নিলয় আলমগীর বলেন, ‘দুলাভাই জিন্দাবাদ-এ আমরা সবাই একটি পরিবার হয়েই কাজ করার চেষ্টা করেছি।’ একটি ধারাবাহিক প্রচার শেষ হয়ে যাওয়া মানে শিল্পীদের মন খারাপ হয়ে যাওয়া। কারণ দীর্ঘদিন একটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে এক অন্যরকম সম্পর্কের সৃষ্টি হয়। প্রচার শেষ হয়ে যাওয়া মানে এমন করে আর না দেখা হওয়া।

এদিকে ফজলুর রহমান বাবু আজ কলকাতা থেকে ঢাকায় ফিরবেন। কলকাতা যাওয়ার আগে তিনি ‘জ্যাম’ সিনেমার শুটিংয়ে অংশ নেন। উল্লেখ্য, দুলাভাই জিন্দাবাদ নাটকটি প্রতি রবি থেকে বুধবার রাত ৮টা ১৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হতো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close