বিনোদন প্রতিবেদক

  ২২ সেপ্টেম্বর, ২০১৯

অস্কারে যাচ্ছে ‘আলফা’

নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত চলচ্চিত্র ‘আলফা’ ৯২তম অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। গতকাল বাংলাদেশ ফেডারেশন ফিল্ম সোসাইটির চেয়ারম্যান হাবীবুর রহমান খান রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। চলতি বছরের এপ্রিলে মুক্তি পেয়েছিল আলফা। একজন রিকশা পেইন্টারের জীবনের নানা বাঁকের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এছাড়াও রয়েছেন মুস্তাফিজ নুর ইমরান এবং এ টি এম শামসুজ্জামানসহ অনেকে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এটি সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ।

উল্লেখ্য, ২০০৩ সালে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারে পাঠানো হয়েছিল। এর দুই বছর পর ২০০৬ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র অস্কারের জন্য পাঠানো হচ্ছে। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close