বিনোদন প্রতিবেদক

  ২১ সেপ্টেম্বর, ২০১৯

মধুমিতায় সালমান শাহর ৭ সিনেমা

আজ প্রদর্শন হবে ‘তোমাকে চাই’

বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহর ৪৮তম জন্মদিন ছিল গত ১৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে টিএম ফিল্মস নিবেদিত ঢুলি কমিউনিকেনশনসের আয়োজনে রাজধানীর মধুমিতা প্রেক্ষগৃহে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব। এদিন মধুমিতা প্রেক্ষাগৃহে আয়োজনটির উদ্বোধন করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

আয়োজনের অংশ হিসেবে গতকাল থেকেই শুরু হয়েছে সালমান শাহ অভিনীত সাতটি চলচ্চিত্রের প্রদর্শনী। উৎসবের আয়োজক ঢুলি কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মানজুর বলেন, গতকাল থেকেই উৎসবে প্রদর্শিত হচ্ছে সালমান শাহ অভিনীত ৭টি বিশেষ সিনেমা। এরমধ্যে গতকাল প্রদর্শন করা হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রটি। আজ চলবে ‘তোমাকে চাই’, যথাক্রমে আগামীকাল ‘মায়ের অধিকার’, ২৩-২৫ সেপ্টেম্ব ‘চাওয়া থেকে পাওয়া’, ‘তুমি আমার’, ‘অন্তর অন্তরে’ এবং উৎসবের পর্দা নামবে ২৬ সেপ্টেম্ব^র ‘সত্যের মৃত্যু নাই’ চলচ্চিত্রটি দিনব্যাপী প্রদর্শনের মাধ্যমে। মধুমিতা হল কর্তৃপক্ষ জানায়, গতকাল মর্নিং শোসহ চারটি প্রদর্শনী হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির। আজ থেকে বাকি ছবির তিনটি করে শো হবে। দুপুর ১২টা থেকে বেলা ৩টা, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা এবং ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শো চলবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close