বিনোদন প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

‘আষাঢ়স্য প্রথম দিবসে’

থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। গত ২৪ জুলাই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আগামী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির সপ্তম প্রদর্শনী হতে যাচ্ছে।

আদিকবি কালিদাসকে অবলম্বন করে নাটকটি রচনা করেছেন মোহন রাকেশ। অনুবাদ করেছেন নাট্য গবেষক অংশুমান ভৌমিক। নির্দেশনায় রয়েছেন থিয়েটার ফ্যাক্টরির প্রধান অলোক বসু। নাটক প্রসঙ্গে এ নির্দেশক বলেন, ‘কবি কালিদাসের কবিতা এবং নাটক আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। কালিদাসের বেশ কটি নাটক আছে, যা নিয়মিত আমাদের মঞ্চে প্রদর্শিত হয়। অথচ কালিদাসের ওপর কোনো নাটক আমাদের মঞ্চে এর আগে উপস্থাপিত হয়েছে বলে আমার জানা নাই। কালিদাসের প্রতি সবারই অন্যরকম একটা আগ্রহ আছে। তাই কালিদাসকে মঞ্চে উপস্থাপন করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সঞ্জিতা শারমীন, শামসুন নাহার বিউটি, রামিজ রাজু, শারমীন মাসরুরা খানম, হাসানুজ্জামান খান, সুমন মন্ডল বানি, অলোক বসু, মিশাল সমাপ্ত, সুরভী রায়, নবীনূর রহমান জুয়েল, নীল সমুদ্র, গল্প প্রমুখ।

নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ডু রায়হান। মঞ্চ পরিকল্পনায় কামালউদ্দিন কবির। সংগীত ও পোশাক পরিকল্পনায় রামিজ রাজু ও মহসিনা আক্তার। কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close