বিনোদন প্রতিবেদক

  ১৮ সেপ্টেম্বর, ২০১৯

স্টেজ শো নিয়ে ব্যস্ত নন্দিতা

সানজিদা মাহমুদ নন্দিতা। এই প্রজন্মের নন্দিত কণ্ঠশিল্পী। তার মিষ্টি আর সুরেলা কণ্ঠে যেকোনো গানই হয়ে উঠে শ্রোতা-দর্শকের কাছে শ্রুতিমধুর। তার সমসাময়িককালে অন্য শিল্পীদের চেয়ে স্টেজ শোতে তার ব্যস্ততা একটু বেশিই বটে। গানই তার আরাধনা বলে গানের বাইরে নিজেকে আর কোনো কিছুতে ব্যস্ত করে তোলার ভাবনাও কখনো আসেনি তার। একটি রিয়েলিটি শো দিয়ে যদিও সংগীতাঙ্গনে তার পেশাগত সম্পৃক্ততা। কিন্তু তার পরও প্রতিযোগিতার এ বাজারে নিজের গায়কি দিয়েই তাকে একজন পেশাদার সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে হয়েছে। নন্দিতার অসাধারণ গায়কির কারণেই বিশেষত রাজধানীর বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোতে তার উপস্থিতি চোখে পড়ার মতো। যে কারণে আজ থেকে টানা তিন দিন স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন নন্দিতা। আজ তিনি বনানী ক্লাবে সংগীত পরিবেশন করবেন। আবার আগামীকাল ঢাকা ক্লাবে এবং ২০ সেপ্টেম্বর লা মেরিডিয়ানে সংগীত পরিবেশন করবেন তিনি। টানা তিন দিন স্টেজ শো শেষে ২১ সেপ্টেম্বর বেড়াতে যাবেন তিনি খাগড়াছড়ি। সেখান থেকে ফিরে আসবেন ২৪ সেপ্টেম্বর। ফিরে এসে আবার স্টেজ শোতে সময় দেবেন। এদিকে গতকাল দিনব্যাপী জিপির একটি ফটোশুটে অংশ নিয়েছেন নন্দিতা। নিজের বর্তমান ব্যস্ততা ও গানে তার আরাধানা প্রসঙ্গে নন্দিতা বলেন, ‘আমি সব সময়ই শুদ্ধ সুরে গান গাওয়ার চেষ্টা করি। বিগত কয়েক বছরে আমার গায়কিতে যারা মুগ্ধ হয়েছেন বা হচ্ছেন, তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা-কৃতজ্ঞতা। কারণ আমি জানি, তারা আমার গায়কির প্রতি মন থেকেই মুগ্ধ হয়ে আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন। শিল্পী হিসেবে এটাই আমার অর্জন। আমি গান করি আমার নিজস্ব আঙ্গিকেই। সেই আঙ্গিককে প্রাধান্য দিয়ে যারা আমাকে গান পরিবেশনের জন্য ঢাকা কিংবা ঢাকার বাইরে আহ্বান করেন, তাদের প্রতিও শ্রদ্ধা। সত্যি বলতে কী, আমি আমার ঘরানাতেই গান গেয়ে তৃপ্ত। তাতে যদি দর্শক-শ্রোতা কমও হয় কষ্ট নেই আমার। আর বাকিটা জীবন এভাবেই শুদ্ধসুরে নিজের মতো করেই গেয়ে যেতে চাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close