বিনোদন প্রতিবেদক

  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

বিউটির কণ্ঠে ‘সাঁইজি আমায় বলে দেরে’

এই প্রজন্মের লালনকন্যা বিউটি। সংগীতজীবনের পথচলায় মূলত তিনি লালনগীতি কিংবা ফোক ঘরানার গানই বেশি গেয়েছেন। তার কণ্ঠে লালনগীতিই বেশি শোভা পায়। সেই ভাবনা মাথায় রেখে গীতিকার জামাল হোসেন বিউটির কণ্ঠে ‘সাঁইজি আমায় বলে দেরে’ নামের একটি গান তুলে দিলেন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মুহিন খান। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওর শুটিং শিগগিরই সম্পন্ন হবে বলে জানান বিউটি। ‘ওরে পাগল হয়ে খুঁজি যারে দেয় না ধরা সে আমারে, কোথায় গেলে পাব তারে সাঁইজি আমায় বলে দেরে’Ñ এমন কথার গানটি প্রসঙ্গে বিউটি বলেন, ‘শ্রদ্ধেয় ফকির লালন শাহকে নিয়ে জামাল হোসেন ভাই অসাধারণ একটি গান লিখেছেন। লালন শাহকে কেন্দ্র করে বা লালন শাহকে নিয়ে আমাকে কেন্দ্র করে গান এমন করে কেউ এর আগে ভাবেননি। বিষয়টি যে কারণে আমার কাছে অনেক আবেগী মনে হয়েছে। গানটিতে গাইতে গিয়ে আমি ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। জামাল ভাই কেমন করে সাঁইজিকে নিয়ে এমন গান লিখলেন, তা আমার বোধগম্য নয়। আর মুহিন অসাধারণ সুর করেছে। আমি গানটি গেয়ে অনেক অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। আমার বিশ^াস গানটি প্রকাশিত হলে সবারই ভালো লাগবে।’

‘সাঁইজি আমায় বলে দেরে’ গানটি শিগগিরই মিউজিক ভিডিও শেষে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এরই মধ্যে সারোয়ার আলমের সুরে ও সাইফুল্লাহ রুমীর কথায় আরো দুটি ফোকগান গেয়েছেন বিউটি। এই গান দুটিরও মিউজিক ভিডিওর শুটিং বাকি আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close